Accident: স্নানের জল গরম করতে গিজার চালায় দুই বোন, গ্যাস-গিজার লিক করে বাথরুমেই দমবন্ধ হয়ে মৃত্যু!

Last Updated:

Accident: গিজারের এলপিজি লিকেজ হওয়ার কারণে দুই বোন মর্মান্তিকভাবে মারা যান। বাথরুমেই মুহূর্তে দম আটকে যায়। কোনও সময়ই পাওয়া যায়নি বাঁচানোর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বেঙ্গালুরু: স্নানের বাথরুমের গ্যাস-গিজার থেকে এলপিজি লিক করায় দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই বোনের। পুলিশ রিপোর্ট অনুসারে, শনিবার সকালে গ্যাস গিজার থেকে এলপিজি লিকেজ হওয়ার কারণে দুই বোন মর্মান্তিকভাবে মারা যান। ঘটনাটি ঘটেছে মাইসুরুতে।
গুলফাম (২৩) এবং তার বোন সিমরান তাজকে (২০) তাদের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। বোনেদের পরিবারের দাবি, এ দিন সকালে জল গরম করে স্নান করতে বাথরুমে গিয়েছিল দুইজনই। বহুক্ষণ কেটে গেলেও তারা না বেরোলে চিন্তিত হয়ে দরজায় ধাক্কা দেওয়া হয়।
আরও পড়ুন: রাতে উঠবেন, সকালে ভুটান! এবার ট্রেনেই বিদেশ-ভ্রমণের সুবিধা দিচ্ছে ভারতীয় রেল, বিশদে জানুন
তরুণীদের বাবা পরে দরজা ভেঙে ফেলেন। বাবা আলতাফ দরজা ভেঙে তাদের লুটিয়ে পড়ে থাকতে দেখেন এবং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। এলপিজি লিক করে গোটা বাথরুমে গ্যাস ভরে যায়। দমবন্ধ হয়েই মৃত্যু হয় দুই বোনের। গিজারে আগুন ধরেনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজলের বোন ‘ছুটকি’-কে মনে আছে? এখন কী করেন তিনি জানলে মাথা ঘুরে যাবে!
বেঙ্গালুরুর কেআর পুরম এলাকায় আরেকটি পৃথক ঘটনায়, একটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের ফলে ত্রিবেণী নগরে একটি ভবন ধসে পড়ে এবং আশেপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তদন্ত অব্যাহত রেখেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: স্নানের জল গরম করতে গিজার চালায় দুই বোন, গ্যাস-গিজার লিক করে বাথরুমেই দমবন্ধ হয়ে মৃত্যু!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement