Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! পিছন থেকে ছুটে আসা ট্রাকের ধাক্কায় বেসামাল গাড়ি, মৃত ৩, গুরুতর আহত ৪
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: পানোলির কাছে একটি ব্রিজে পিছন থেকে আসা একটি ট্রাক প্রথমে গাড়িটিকে সজোড়ে ধাক্কা মারে। তাতেই বেসামাল হয়ে যায় গাড়িটি, তারপর যা হল...
ভারুচ: নতুন বছর পড়তেই ঘরতে যাওয়ার ধুম লেগে যায়। আর সেই কারণে রাস্তাঘাটে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায় অনেকটা। এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গুজরাটে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের৷ গুরুতর আহত ৪৷
গুজরাটের ভারুচ জেলায় বুধবার ভোরের ঘটনা৷ একটি গাড়ি ট্রাকে ধাক্কা দেওয়ার ফলে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।ঘটনাটি ভোর প্রায় ৩.৩০ টায় অঙ্কলেশ্বর শহরের কাছে মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে ঘটে।
আরও পড়ুন: প্রেমের টানে ভিখারির সঙ্গে পালাল স্ত্রী! রেখে গেল স্বামী ও ছয় সন্তানকে, গল্প নয় সত্যি ঘটনা…
advertisement
advertisement
পানোলি থানার পরিদর্শক শিল্পা দেশাই বলেন, “মহারাষ্ট্রের পালঘরের সাতজন ব্যক্তি রাজস্থানের আজমের উরস উৎসবে যোগ দিয়ে সুরাটের দিকে যাচ্ছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে।”
ঘটনাটি হয়েছে ঠিক কীভাবে? তিনি জানিয়েছেন, পানোলির কাছে একটি ব্রিজে পিছন থেকে আসা একটি ট্রাক প্রথমে গাড়িটিকে সজোড়ে ধাক্কা মারে। ধাক্কার প্রভাব এতটাই বেশি ছিল যে, গাড়িটি এরপর টাল সামলাতে পারেনি৷ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে ধীর গতিতে চলমান আরও একটি ট্রাকের পিছনে গিয়ে সজোড়ে ধাক্কা মারে।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড! পরিত্যক্ত বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার মানুষের কঙ্কাল ও হাড়! জানুন হাড়হিম করা ঘটনাটি…
ভয়াবহ এই দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয়ও জানা গিয়েছে৷ নিহতদের পরিচয় তহির শেখ (৩২), আয়ান (২৩) এবং মুদাস্সির (২৬) হিসেবে শনাক্ত করা হয়েছে।
আহত চারজনকে চিকিৎসার জন্য ভারুচের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। জানা গিয়েছে তাদের অবস্থা খুব একটা ভাল নয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 12:33 PM IST