Accident: বসে থাকা যাত্রীর বুকের উপর উঠে গেল বাস! অলৌকিকভাবে বাঁচল যুবক, দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident: কেরালার ইডুক্কি জেলার কটাপ্পানা নতুন বাস স্ট্যান্ডে ঘটে গেল এক অবাক করা ঘটনা। একটি বাস এক যাত্রীর উপর উঠে যায়। অলৌকিকভাবে সেই যাত্রী বেঁচে গিয়েছেন৷
কুমালি: কেরালার একটি বাস স্ট্যান্ডে এক অলৌকিক ঘটনা ঘটেছে। ইডুক্কি জেলার কুমালি এলাকার এক যুবক আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন। এই যুবক নিউ বাস স্ট্যান্ডে বাসের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে রক্ষা পান। ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
ঘটনাটি ঘটেছে ১লা ডিসেম্বর। বিষ্ণু একটি বেঞ্চে বসে ফোনে ব্যস্ত ছিলেন। এই সময় একটি বাস হঠাৎ করে তার উপর উঠে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের ধাক্কা লাগার পরও বিষ্ণু একই অবস্থায় বসে রইলেন। স্থানীয় লোকজন দ্রুত তার দিকে এগিয়ে আসেন, এবং বাসটি তৎক্ষণাৎ পিছিয়ে যায়। এভাবেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান বিষ্ণু।
advertisement
advertisement
বাসিন্দারা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, বিষ্ণুর বড় কোনো আঘাত হয়নি এবং তিনি বিপদমুক্ত।
বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রিভার্স গিয়ারে রাখা হয়েছিল, কিন্তু গিয়ারের ত্রুটির কারণে এটি সামনের দিকে এগিয়ে যায়।
advertisement
Man Survives After bus Runs over him at Kattappana Bus Stand, Keralapic.twitter.com/xaqSHVhiug
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 3, 2024
এই ঘটনাটি কেরালার বাস স্ট্যান্ডে নিরাপত্তার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ভিডিওটি দেখার পর নেটিজেনরা বিষ্ণুর অলৌকিক রক্ষার প্রশংসা করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 11:47 PM IST