Accident: খাদে গড়িয়ে পড়ল পুণ্যার্থীদের বাস, মৃত ৯! ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রে! ক্ষতিপূরণ ঘোষণা মোদির
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Accident: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।
চিত্তুর: অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হল। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। জেলা কালেক্টর জানান, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী, দুজন চালক এবং একজন সহকারী ছিলেন।
advertisement
তিনি বলেন, ‘নয়জন মারা গেছেন। সাতজনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে সিএইচসি চিন্তুরে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আহতদের অবস্থা স্থিতিশীল হলে ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।’ জানা গিয়েছে, পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথে একটি তীক্ষ্ণ বাঁক নিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার কাজে সহায়তা শুরু করে।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের চিকিৎসা–সুবিধা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
advertisement
তিনি কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বলেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 10:31 AM IST










