Accident: এক মুহূর্তে গোটা পরিবার শেষ! গাড়ির মধ্যে ৭ জনের দলা পাকানো দেহ! গভীর রাতে ভয়ঙ্কর ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Accident: জখম হয়েছে ২০ জনেরও বেশি যাত্রী। আহতদের আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়।
আম্বালা: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৭ জনের। জখম হয়েছেন ২৫ জনেরও বেশি। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হরিয়ানার আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে।
জানা গিয়েছে, বৈষ্ণোদেবী মন্দির দর্শনে যাচ্ছিলেন একই পরিবারের ওই ৩০ জন সদস্য। আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। প্রবল এই সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মৃত্যু হয় ৭ জনের।
advertisement
advertisement
জখম হয়েছে ২০ জনেরও বেশি যাত্রী। আহতদের আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁদের অবস্থা এখন স্থিতিশীল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বাসটির যাত্রীরা প্রত্যেকেই পাঞ্জাবের হোসিয়ারপুর এবং লুধিয়ানার বাসিন্দা। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। গত সপ্তাহেই হরিয়ানার একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। এই ঘটনায় বাসটিতে থাকা ন’জন যাত্রী ঝলসে মারা যান। ১৫ জন গুরুতর ভাবে আহতও হন। তারপরই ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2024 9:52 AM IST