#ভোপাল: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদ উঠে এল এ বার বিজেপির অন্দরেই৷ যার নির্যাস, ইন্দোরে বিজেপি-র সংখ্যালঘু সেলের ৯০ জন মুসলিম নেতা একসঙ্গে দল থেকে ইস্তফা দিলেন৷ বৃহস্পতিবার ইন্দোর, খড়গাঁও ও দিওয়াসের ৯০ জন মুসলিম বিজেপি নেতা দলে ইস্তফা দিলেন৷
যাঁরা এ দিন ইস্তফা দিলেন, তাঁদের বক্তব্য, হিন্দু-মুসলিম বিতর্ক থেকে নজর সরিয়ে দেশের অর্থনীতি ও বেকারত্বের দিকে তাকানো উচিত বিজেপির৷ বিজেপির-র ইন্দোর শাখার সংখ্যালঘু সেলের নেতা ওয়াসিম ইকবাল খানের কথায়, 'তিন তালাক, রাম মন্দির, ৩৭০ ধারার অবলুপ্তির মতো সিদ্ধান্তের পর আমাদের মুসলিম সমাজের থেকে আমরা মুখ ঘুরিয়ে রাখতে পারি না৷'
তাঁর আরও বক্তব্য, 'সিএএ, এনআরসি-র মতো কিছু সিদ্ধান্ত আসলে ১৫ শতাংশ মানুষের বিরুদ্ধে ৮৫ শতাংশ মানুষের মনে ঘৃণা তৈরি করার একটি কৌশল৷'
যদিও জেলা সংখ্যালঘু সেলের এক নেতা মনজুর আহমেদের কথায়, 'খুব কম সংখ্যক ইস্তফা দিয়েছেন৷ যাঁরা ইস্তফা দিয়েছেন, তাঁদের দলে সে রকম গুরুত্বও ছিল না৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP Minority Cell, CAA NRC protest