Abhishek Banerjee: লক্ষ্য ১৪ ফেব্রুয়ারি, মহারণ জিততে ফের অভিষেকের গন্তব্য আরব সাগর তীরে

Last Updated:

Abhishek Banerjee: শেষ সপ্তাহের প্রচারে আজ ফের গোয়ায় যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়। 

আজ আসানসোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজ আসানসোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়
#পা‍ঞ্জিম: আগামী সপ্তাহেই ভোট গোয়ায় (Goa Assembly Election 2022)। বিধানসভা ভোটের আগে শেষ প্রচারে আজ গোয়ায় যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, আজ বিকেলেই গোয়া পৌঁছে যাবেন তিনি। ইতিমধ্যেই গোয়াতে আছেন বাবুল সুপ্রিয়, সুস্মিতা দেব, শান্তনু সেন সহ একাধিক নেতা-নেত্রী৷ শেষ অধ্যায়ের প্রচারে অভিষেক যোগ দেবেন বলে সূত্রের খবর।
আগামী ১৪ তারিখ গোয়ায় বিধানসভা ভোট। সেই ভোটে তৃণমূল কংগ্রেস জোট করে বিধানসভা ভোটে লড়াই করছে৷ ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। ভোট প্রচারেও নেমে পড়েছে তারা। কোভিড পরিস্থিতির কারণে বড় বড় সভা বা মিছিল করতে না পারলেও, তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছে। এছাড়া একাধিক ট্যাবলো ব্যবহার করা হয়েছে প্রচারে। ইতিমধ্যেই গৃহ লক্ষ্মী কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক ইস্যু নিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভোট প্রচারে এবার সেই ইস্যুকেই হাতিয়ার করে আরব সাগরের তীরে লড়াই শুরু করছে তৃণমূল।
advertisement
advertisement
অন্যদিকে গোয়ায় প্রচারে ফের বাধা দেওয়ার অভিযোগ এসেছে। তৃণমূলের অভিযোগ ভাস্কো দ্য গামায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হোর্ডিং সহ একাধিক পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, একাধিকবার এমন ঘটনা ঘটেছে৷ পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি৷ পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূলকে গোয়ায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
advertisement
অন্যদিকে ভোটের আগেই একের পর এক নেতা দল ছেড়ে যাওয়ায় একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। তৃণমূল সূত্রে খবর, আজ সন্ধ্যায় গোয়া পৌছে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ রাতেই দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি । পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এর মধ্যে গোয়ায় ভোটের ময়দানে কোমর বেঁধে লড়াই করতে নেমেছে তৃণমূল। বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সে রাজ্যে যাতায়াত করেছে। গিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকও গিয়েছেন একাধিকবার। গোয়া তৃণমূলের পক্ষ থেকে প্রতিদিনই নানারকম প্রচার অভিযানের আয়োজন চলছে। নানা সময়ে বিভিন্ন মহল থেকে যোগদানের কর্মসূচিও হয়েছ। সেখানেই এ বার শেষ মুহূর্তের অবস্থা খতিয়ে দেখতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: লক্ষ্য ১৪ ফেব্রুয়ারি, মহারণ জিততে ফের অভিষেকের গন্তব্য আরব সাগর তীরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement