Home /News /national /
ফের ফাইটার প্লেন ওড়ালেন অভিনন্দন বর্তমান,দেখুন ভিডিও

ফের ফাইটার প্লেন ওড়ালেন অভিনন্দন বর্তমান,দেখুন ভিডিও

Photo- News 18

Photo- News 18

অভিনন্দন বর্তমান এই নতুন উড়ানে খুশি সমগ্র সামরিকবাহিনী গর্বিত ভারতীয়রা ৷

 • Share this:

  #পাঠানকোট : একাই পাকিস্তানি ফাইটার প্লেনকে গুলি মেরে মাটিতে নামিয়েছিলেন ৷ এই লড়াই করতে গিয়ে নিজে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন ৷ বালাকোট এয়ারস্ট্রাইকের পর সারা দেশ যখন অভিনন্দন বর্তমানকে নিয়ে আলোচনায় মুখ প্রচন্ড টেনসড ,তখন লম্বা সময় নিজের নার্ভ ধরে পাকিস্তানের কাছে কিছুই বলেননি এই ফ্লাইট কমান্ডার ৷ কূটনৈতিক যুদ্ধে জিতে পাকিস্তানের থেকে অভিনন্দনকে ছিনিয়ে আনে ভারত ৷ দেশে ফিরে বীরের সম্মান পেয়েছিলেন তিনি ৷

  তারপর নিজের এই লম্বা মানসিক চাপের পর্ব কাটাতে কিছুদিনের বিরতিতে ছিলেন অভিনন্দন বর্তমান ৷ অজ্ঞাতবাস পর্ব শেষে বেশ কয়েকদিন আগেই যোগ দিয়েছেন মিলিটারিতে ৷ এবার ফের ওড়ালেন যুদ্ধবিমান ৷ সোমবার সকালে আইএফএ চিফ মার্শাল বিএস ধানোয়ার সঙ্গে ওড়ালেন মিগ ২১ ৷ দেখে নিন সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি ৷ আর ভিডিও আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল ৷

  অভিনন্দন বর্তমান এই নতুন উড়ানে খুশি সমগ্র সামরিকবাহিনী গর্বিত ভারতীয়রা ৷ আরও দেখুন
  First published:

  Tags: Abhinandan Varthaman, Mig 21, অভিনন্দন বর্তমান

  পরবর্তী খবর