Guwahati Municipal Elections 2022: লক্ষ্য অসম, শুক্রবার গুয়াহাটিতে বড় পরীক্ষা আম আদমি পার্টির

Last Updated:

শুক্রবার অসমের রাজধানী গুয়াহাটি পুরনিগমের ৬০টি ওয়ার্ডে ভোটগ্রহণ৷ এর মধ্যে ৩৯টি ওয়ার্ডেই লড়াই করছে আপ৷

এবার অসমে পরীক্ষা আপ-এর৷  Photo-PTI
এবার অসমে পরীক্ষা আপ-এর৷ Photo-PTI
#গুয়াহাটি: উত্তর ভারতে তাদের জনপ্রিয়তা বাড়ছে৷ দিল্লির পর পঞ্জাবেও ক্ষমতায় চলে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের দল৷ এবার উত্তর পূর্ব ভারতেও নিজেদের উপস্থিতি জোরালো করতে চায় আম আদমি পার্টি৷ আর সেই লক্ষ্যে তাদের প্রথম পরীক্ষা হতে চলেছে গুয়াহাটি পুরসভার নির্বাচন৷
শুক্রবার অসমের রাজধানী গুয়াহাটি পুরনিগমের ৬০টি ওয়ার্ডে ভোটগ্রহণ৷ এর মধ্যে ৩৯টি ওয়ার্ডেই লড়াই করছে আপ৷ অসমেও কংগ্রেসকে পিছনের সারিতে ঠেলে মুখ্য বিরোধী দল হিসেবে উঠে আসাই প্রাথমিক লক্ষ্য অরবিন্দ কেজরিওয়ালের দলের৷
advertisement
প্রথম বার অসমে কোনও নির্বাচনে লড়েই ভাল ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী অসমের আপ নেতারা৷ অসমে আম আদমি পার্টির কো- অর্ডিনেটর এবং জাতীয় কর্মসমিতির সদস্য ভবেন চৌধুরীর কথায়, 'ভাল ফল করার বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী৷ শাসদ দল বিজেপি-ও স্বীকার করে নিয়েছে, এই নির্বাচনে আমরাই দ্বিতীয় স্থানে উঠে আসতে চলেছি৷' তাঁর দাবি, অসমের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আপ-কে সমর্থন করছেন৷ প্রচারের সময়ই সাধারণ মানুষ আপ কর্মী- সমর্থকদের সাদরে অভ্যর্থনা জানিয়ে তা প্রমাণ করে দিয়েছেন বলে দাবি করেছেন ভবেন চৌধুরী৷
advertisement
ওই আপ নেতার আরও দাবি, যে ওয়ার্ডগুলিতে আম আদমি পার্টি প্রার্থী দেয়নি, সেখানকার বাসিন্দারা তাঁদের অফিসে এসে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন৷ সবমিলিয়ে ১৫৯ জন আপ প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷ এই পরিসংখ্যান থেকেই অসমে আপ-এর বাড়তে থাকা জনপ্রিয়তা সম্পর্কে আন্দাজ পাওয়া যায় বলে দাবি করেছেন ওই আম আদমি পার্টি নেতা৷
advertisement
সম্প্রতি অসমের তিনসুকিয়া এবং লখিমপুর পুরসভার নির্বাচনে দু'টি ওয়ার্ডে জয়ী হয় আপ৷ তার পরেই আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তারা৷ গুয়াহাটি পুরনিগমের ৬০টি ওয়ার্ডের মধ্যে ৫৪টিতে লড়াই করছে কংগ্রেস৷ বিজেপি ৫৩টি আসনে লড়াই করছে, বাকি ছ'টি আসনে লড়ছে তাদের সহযোগী দল অসম গণ পরিষদ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Guwahati Municipal Elections 2022: লক্ষ্য অসম, শুক্রবার গুয়াহাটিতে বড় পরীক্ষা আম আদমি পার্টির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement