AAP Charges BJP: বিজেপিতে যোগ দিলে ২০ কোটি, অন্য বিধায়কদের নিয়ে এলে ২৫ কোটি! বিস্ফোরক অভিযোগ আপের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Manish Sisodia and Arvind Kejriwal: মণীশ জানান, আপ কর্মীরা জীবন ‘ত্যাগ’ করবেন কিন্তু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না কারণ তাঁরা ‘সৈনিক’, তাঁরা অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের অনুগামী।
#নয়াদিল্লি: “যেনতেন প্রকারেণ দিল্লির আম আদমি পার্টি সরকারকে ফেলার চেষ্টা করছে কেন্দ্র সরকার,” বুধবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে আপ। বিজেপি আপ নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি ব্যবহার করছে বলে দাবি দলের। AAP বিধায়কদের নগদ টাকা এবং হুমকি দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির মতে AAP আবগারি নীতিতে দুর্নীতির বিষয়ে প্রশ্ন এড়াতেই এই অভিযোগ করছে। সম্প্রতি এই মামলাতেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সম্প্রতি সিবিআইয়ের নজরে পড়েন।
AAP-এর জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং দাবি করেছেন, যে কীভাবে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকার জাতীয় রাজধানীতে সরকারকে পতন ফেলতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে তা তিনি প্রমাণ করে দিতে পারেন। “দিল্লির বিধায়কদের ভাঙার চেষ্টা শুরু হয়েছে, বিজেপি মণীশ সিসোদিয়াকে ‘শিন্ডে’ বানানোর চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা ব্যর্থ হয়েছে,” দাবি তাঁর। সঞ্জয়ের অভিযোগ, “বিজেপি সদস্যরা আপ বিধায়কদের হুমকি দিচ্ছেন। বিজেপি বলছে ‘আমাদের ২০ কোটি টাকার অফার নাও নাহলে সিসোদিয়ার মতো সিবিআই মামলার মুখোমুখি হও।”
advertisement
advertisement
সঞ্জয় সিং জানান বিধায়ক অজয় দত্ত, সঞ্জীব ঝা, সোমনাথ ভারতী এবং কুলদীপ কুমারের সঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতারা যোগাযোগ করেছেন। “তাঁরা বিজেপিতে যোগ দিলে প্রত্যেককে ২০ কোটি টাকা এবং অন্য বিধায়কদের ভাঙিয়ে নিয়ে আসলে ২৫ কোটি টাকার অফার দেওয়া হয়েছে,” বলেন সঞ্জয় সিং।
আরও পড়ুন- অবিশ্বাস্য ফুটেজ! ঘুমন্ত স্ত্রীকে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে, ২ সন্তানকে কোলে নিয়ে ফেরার স্বামী
advertisement
“একজন বিজেপি নেতা আমাকে বলেছিলেন, যাই হোক না কেন আমরা দিল্লি সরকারের পতন ঘটাব,” বলেন সোমনাথ ভারতী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় সিং বলেন, “আপনি নিশ্চয়ই হুমকি দিয়েছেন এবং অনেক রাজ্যে সরকার ফেলেছেন, কিন্তু এটা দিল্লি। এখানে জনগণ কেজরিওয়ালকে তিনবার বেছে নিয়েছে।”
মণীশ সিসোদিয়া সিবিআইয়ের অপব্যবহার এবং টাকার টোপ দিয়ে আপ বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে বিজেপিকে সতর্ক করেছেন। মণীশ জানান, আপ কর্মীরা জীবন ‘ত্যাগ’ করবেন কিন্তু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না কারণ তাঁরা ‘সৈনিক’, তাঁরা অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের অনুগামী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 3:48 PM IST