বড় ধাক্কা 'আপ'-এর, ১০ দিনে ফেরত দিতে হবে ১৬৪ কোটি, না হলেই ব্যবস্থা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সরকারি বিজ্ঞাপনের আড়ালে দলের প্রচার! অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টিকে ১৬৪ কোটি টাকা ১০ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিল ডিরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি (ডিআইপি)।
#নয়াদিল্লি: সরকারি বিজ্ঞাপনের আড়ালে দলের প্রচার! অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টিকে ১৬৪ কোটি টাকা ১০ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিল ডিরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি (ডিআইপি)।
ডিআইপি-র তরফে জারি করা নোটিসে জানানো হয়েছে, "৯৯ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৫৩ টাকা রাজ্যকোষে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের পার্টির কাছে অনুরোধ করা হচ্ছে। এছাড়াও, প্রায় ৮ কোটি টাকা, যা ভবিষ্যৎ বিজ্ঞাপনের জন্য দেওয়া হয়েছে, তা-ও রাজকোষে ফেরত দিতে হবে আম আদমি পার্টিকে।"
advertisement
advertisement
এর পাশাপাশি, ডিআইপি-র নোটিসে জানানো হয়েছে গোটা মূল্যটাই মাত্র ১০ দিনের মধ্যে ফেরত দিতে হবে আপ-কে। নাহলেই আপ-এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। টাকা অনাদায়ে আম আদমি পার্টির দলীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। আপ-এর বিরুদ্ধে করা হতে পারে কড়া আইনি পদক্ষেপ।
এ বিষয়ে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এমন বিজ্ঞাপন তো সবাই দেয়! আমাদের বেলাতেই শুধু তাকে বেআইনি বলা হবে কেন?"
advertisement

মাস খানেক আগে আম আদমি পার্টির বিরুদ্ধে সরকারি অর্থ ব্যয়ে দলীয় প্রচারের অভিযোগ আনেন দিল্লির উপ রাজ্যপাল ভি কে সাক্সেনা। সেই সময় থেকেই আপ-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
advertisement
গত ২০ ডিসেম্বর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ, উপ রাজ্যপালের তরফ থেকে আম আদমি পার্টিকে একটি নোটিসও পাঠানো হয়। নোটিসে দলকে ৯৭ কোটি টাকা ফের দেওয়ার নির্দেশ দেন ভি কে সাক্সেনা। কিন্তু, সেই সময় তাঁর কথায় গুরুত্ব দেয়নি আপ। দলের তরফে জানানো হয়, এই ধরনের কোনও নোটিস দেওয়ার এক্তিয়ার দিল্লির উপ রাজ্যপালের নেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
January 12, 2023 10:41 AM IST