AAP to skip Mamata Banerjee meeting: দিল্লিতে আজ মমতার বৈঠকে সম্ভবত নেই আপ, টিআরএস! তবে থাকছে অধিকাংশ বিরোধী দলই
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আজ বিকেল তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
#দিল্লি: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা আজকের বৈঠকে সম্ভবত থাকছে না অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি৷ মমতার সঙ্গে কেজরীওয়ালের বরাবরের সুসম্পর্ক থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মেপে পা ফেলতে চাইছে আপ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজকের বৈঠকে দলের কোনও নেতাকে পাঠাবে না আপ৷ বিরোধীরা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করে, তা দেখেই এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে আম আদমি পার্টি৷
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আজ বিকেল তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য অরবিন্দ কেজরীওয়াল সহ বিরোধী শিবিরের বাইশজন নেতাকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ কিন্তু এখনও পর্যন্ত যা খবর, তাতে আম আদমি পার্টি ছাড়াও কে চন্দ্রশেখর রাও-এর তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিও এ দিনের বৈঠকে থাকছে না বলেই খবর৷ নবীন পট্টনায়েকের বিজেডি-ও এ দিনের বৈঠকে থাকছে না৷
advertisement
advertisement
দিল্লির পর পঞ্জাবেও ক্ষমতা দখল করেছে আপ৷ অন্যান্য রাজ্যেও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে তারা৷ জাতীয় রাজনীতিতে বিরোধী শক্তি হিসেবে অরবিন্দ কেজরীওয়ালের দলের ভূমিকা এখন যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ ফলে আজকের বৈঠকে আপ না থাকলে তা বিরোধী শিবিরের কাছে ধাক্কা বটেই৷
advertisement
তবে আপ, টিআরএস বা বিজেডি না থাকলেও এ িদনের বৈঠকে হাজির থাকছে বিরোধী শিবিরের অধিকাংশ দলই৷ সবথেকে বড় কথা, তৃণমূলের সঙ্গে সাম্প্রতিক বিরোধকে দূরে সরিয়ে এ দিনের বৈঠকে দলের তিন গুরুত্বপূর্ণ নেতা মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ এবং রণদীপ সিং সুরজেওয়ালাকে পাঠাচ্ছে কংগ্রেস৷ এমন কি, মমতার এক তরফা বৈঠক ডাকার ধরন নিয়ে প্রশ্ন তুললেও বৈঠকে নিজেদের প্রতিনিধিকে পাঠাচ্ছে সিপিএম, থাকবেন সিপিআই-এর সাংসদও৷
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মমতার আজকের অধিকাংশ বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত৷ বিরোধী শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ নেতাও বৈঠকে হাজির থাকতে চলেছেন৷ জেডিএস-এর তরফে হাজির থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং তাঁর ছেেল এইচ ডি কুমারস্বামী৷ হাজির থাকবেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি, তেজস্বী যাদব, টি আর বালুর মতো নেতারা৷ সমাজবাদী পার্টি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপতি পদে মমতা যাঁর নাম প্রার্থী হিসেবে প্রস্তাব করবেন, তাঁকেই সমর্থন করবে তারা৷
advertisement
মঙ্গলবার দিল্লি পৌঁছেই এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও সূত্রের খবর, বিরোধী শিবিরের ইচ্ছা থাকলেও রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে রাজি নন এনসিপি প্রধান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2022 9:56 AM IST