Aam Aadmi Party: আপ-এর নজরে আরও ৮ রাজ্য, তালিকায় কি আছে বাংলা?

Last Updated:

পঞ্জাবের ক্ষমতায় আসার পর এবার সংলগ্ন হিমাচল প্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে আপ (Aap)৷

এবার আপ-এর নিশানায় আরও অনেক রাজ্য৷ Photo-PTI
এবার আপ-এর নিশানায় আরও অনেক রাজ্য৷ Photo-PTI
#দিল্লি: দিল্লির পর পঞ্জাবে ক্ষমতায় এসেছে দল৷ গুজরাতের স্থানীয় নির্বাচনেও সাফল্য এসেছে৷ এবার অন্যান্য রাজ্যেও নিজেদের সংগঠন বিস্তারে উদ্যোগী হল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (Aap)৷ আপ-এর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, আরও ৯টি রাজ্যে সংগঠন বিস্তার করছে তারা৷
যে ৮টি রাজ্যকে আম আদমি পার্টি এবার পাখির চোখ করেছে, তার মধ্যে বিজেপি, কংগ্রেস শাসিত একাধিক রাজ্য যেমন রয়েছে, সেরকমই রয়েছে বাম শাসিত কেরল৷ এই সব রাজ্যের অফিস পদাধিকারিকদের নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷ তালিকায় পশ্চিমবঙ্গের নাম না থাকলেও রয়েছে প্রতিবেশী রাজ্য অসমের নাম৷
advertisement
advertisement
আপ-এর তালিকা অনুযায়ী, গুজরাত, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ছত্তীসগড়, অসম, রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরল৷ এর পাশাপাশি পঞ্জাবেও কয়েকজন পদাধিকারীর নাম ঘোষণা করা হয়েছে৷
পঞ্জাবের ক্ষমতায় আসার পর এবার সংলগ্ন হিমাচল প্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে আপ৷ পঞ্জাবে দল ক্ষমতায় আসায় সেই কাজটা অনেকটাই সহজ হবে বলে করছে আপ নেতৃত্ব৷ প্রায় নিঃশব্দেই গোটা দেশে অন্যতম প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে আম আদমি পার্টি৷ এমন কি, আপের নিশানায় রয়েছে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতও৷
advertisement
তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ নিয়ে আপ নেতৃত্বের কী পরিকল্পনা, তা জানা যায়নি৷ এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরীওয়ালের সম্পর্ক যথেষ্ট ভাল৷ কিন্তু যেভাবে গোটা দেশ জুড়ে আপ নিজেদের সংগঠন বিস্তার করছে, তাতে পশ্চিমবঙ্গকেও তারা পাখির চোখ করে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Aam Aadmi Party: আপ-এর নজরে আরও ৮ রাজ্য, তালিকায় কি আছে বাংলা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement