Thief: জুতো চুরি করার আগে অনেকক্ষণ ধরে চোর যা করল! দেখলে চমকে যাবেন!
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
এই পোস্টটি অনলাইনে একমাস আগের, কিন্তু এই ভিডিওটি নজরে আসে কিছুদিন আগে। এই ঘটনা সামনে আসতে নেটিজেনরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
বেঙ্গালুরু: এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। চুরি করার এক অভিনব দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ায় হতবাক গোটা এলাকার মানুষ। বেঙ্গালুরুর একটি আবাসনে চুরির ভিডিওতে দেখা যায়, ওই দুষ্কৃতি আবাসনের মধ্যে স্বাভাবিক ভাবেই ঘুরে বেড়াচ্ছে। কিছু পরে তাঁকে বেশ কিছু জুতো পরীক্ষা করতে দেখা যায়। এরপর সেই জুতো গুলির মধ্যে থেকে একটি খুবই বাছাই করে চুরি করে নিয়ে যায়। এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
এই ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে মুখোশ পরা এক ব্যক্তি খুবই স্বাভাবিক ভঙ্গিতে ধীরে ধীরে করিডর দিয়ে হেঁটে আসছে। তাঁর হাতে রয়েছে একটি বস্তা। এরপরেই তাঁকে ফ্রেম থেকে অর্থাৎ সিসিটিভির বাইরে চলে যেতে দেখা যায়। পরে করিডরের বিপরীত প্রান্তে দেখা যায়। তখন তাঁকে দেখা যায় তাঁর হাতে রয়েছে এক জোড়া জুতো। তারপর আবার সে জুতোর র্যাকের সামনে থামে, সেই জুতোও তাঁরা পরীক্ষা করে। পরে তাঁকে দেখা যায় চার জোড়া জুতো বস্তার ভিতর পুরতে।
advertisement
এই ভিডিওটি অনলাইনে পোস্ট হয় একমাস আগে। কিন্তু এই ভিডিও টি নজরে আসে কিছুদিন আগে। এই ঘটনা সামনে আসতে নেটিজেনরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
বেঙ্গালুরু পুলিশকে একজন ট্যাগ করে লিখেছেন, “আমি বুঝতে পারছি না কিভাবে এই ধরনের অপরাধ, এবং ডাকাতির ঘটনা ঘটে এবং বেঙ্গালুরুর মতন শহরে তা উপেক্ষিত হয়? এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ তো রাতে টহল দেয়? তবে এই ঘটনা কিভাবে ঘটে!”
advertisement
আরও এক নেটিজেন মন্তব্য করেছেন, “পুলিশের কাজ তাহলে নাক ডেকে ঘুমানো। আর সকালে তো পুলিশ ফোনে গেম খেলতে ব্যস্ত থাকে।”
এর মাঝেই রসবোধের পরিচয় দিয়েছেন অনেক নেটাগরিকরা। একজন লিখেছেন, “মোজা তো নিয়ে যেতিস ভাই! সবাই নিজের জুতোর খেয়াল রাখো!
আর একজন লেখেন, “ভাবুন যদি খুব খারাপ জুতো হয়, তবে কেউ জুতোও চুরি করবে না।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 4:41 PM IST