দেবতাকে বাঁচাতে ৪০০ বছরের রীতি ভাঙল এই মন্দির!

Last Updated:

এই মন্দিরের ‘শুদ্ধতা’রক্ষা হয়ে আসছে বিগত ৪০০ বছর ধরে ৷ এ বার সেই রেওয়াজে পড়তে চলেছে ছেদ ৷ দেবতাকে রক্ষা করতে পরম্পরাকে বিসর্জন দিয়ে এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে চলেছেন পুরুষরা ৷

#ওড়িশা: এই মন্দিরের ‘শুদ্ধতা’রক্ষা হয়ে আসছে বিগত ৪০০ বছর ধরে ৷ এ বার সেই রেওয়াজে পড়তে চলেছে ছেদ ৷ দেবতাকে রক্ষা করতে পরম্পরাকে বিসর্জন দিয়ে এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে চলেছেন পুরুষরা ৷
ঘটনাটা একটু খুলে বলা যাক ৷ ওড়িশার কেন্দ্রপাড়া জেলোর সত্যভয়া গ্রাম ৷ পাশ দিয়ে বয়ে চলেছে বঙ্গোপসাগর ৷ এই গ্রামেই রয়েছে শতাব্দী পুরনো মা পঞ্চুবারাহির মন্দির ৷ কিন্তু এই মন্দিরের নিয়ম একটু অদ্ভূত ৷ দলিত মহিলা ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই এই মন্দিরে ৷ পাঁচজন বিবাহিত দলিত মহিলা মন্দিরের পুজো-আচ্চার সমস্ত কাজ করেন ৷ ৪০০ বছর ধরেই চলে আসছে এই রেওয়াজ ৷
advertisement
advertisement
কিন্তু বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভাঙতেই হল সেই রীতি ৷ সমুদ্রের জলতল বেড়ে গিয়ে ধাক্কা দিচ্ছে মন্দিরের গায়ে ৷ হয়তো কিছুদিনের মধ্যেই তা হারিয়ে যাবে চিরতরে ৷ সেই জন্যেই প্রয়োজন ছিল মন্দিরের বিগ্রহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ৷ কিন্তু অনেক চেষ্টা করেও শতাব্দী প্রাচীন প্রায় ১.৫ টনের কষ্ঠি পাথরের ওই বিগ্রহ সরাতে পারেননি ওই পাঁচ মহিলা পুরহিত ৷ তখনই ডাক পরে পুরুষদের ৷
advertisement
পাঁচজন পুরুষের সহায়তায় সরানো হয় ওই বিগ্রহ ৷ নৌকা করে দেবতাকে নিয়ে যাওয়া হয় ১২ কিলোমিটার দূরের বাগাপাতিয়ায় নিয়ে যাওয়া হয় ৷ এখানেই দেবতার বিশুদ্ধিকরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে শুদ্ধ করে প্রতিষ্ঠিত করা হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দেবতাকে বাঁচাতে ৪০০ বছরের রীতি ভাঙল এই মন্দির!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement