Gujarat Crime: প্রেমের জন্য আড়াই বছরের সন্তানকে হত্যা মায়ের, অজয় দেবগনের ‘দৃশ্যম’ সিনেমা দেখে দেহ লোপাট
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Gujarat Crime: প্রেমের জন্য মাত্র আড়াই বছরের সন্তানকে হত্যা করার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। সন্তানকে হত্যা করার পর নিজেই থানায় অভিযোগ দায়ের করেন।
সুরাট: নিজেরই সন্তানকে হত্যা করলেন তার মা। গুজরাতের সুরাটে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। প্রেমের জন্য মাত্র আড়াই বছরের সন্তানকে হত্যা করার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। সন্তানকে হত্যা করার পর নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। মিসিং ডায়েরি করার পর পুলিশের সঙ্গে মিলে ছেলের খোঁজ করতে থাকেন। তিন দিন পরেও খোঁজ মেলে না একরত্তির। ধীরে ধীরে মাকেই সন্দেহভাজনের তালিকাভুক্ত করে পুলিশ। শেষে গ্রেফতার হন মা।
সুরাটের এক কনস্ট্রাকশন সাইটে মজুরি করেন মা। সেই সাইটের সিসিটিভি ফুটেজ দেখে প্রথম সন্দেহ হয় পুলিশের। বাচ্চাকে নিয়ে সাইটে যান মা, কিন্তু সেখান থেকে বাচ্চাটিকে বেরতে দেখা যায় না। প্রচুর জিজ্ঞাসাবাদ করেও কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি মায়ের থেকে।
আরও পড়ুন: নির্বাচন বিধি ভঙ্গ করে চাল ত্রিপল দেওয়ার অভিযোগে হাতেনাতে ধরল গ্রামবাসীরা, গ্রেফতার কংগ্রেস কর্মী
advertisement
advertisement
শেষমেশ মা তাঁর প্রেমিককে কাঠগড়ায় তোলেন। দাবি করেন, তিনিই তাঁর শিশুকে অপহরণ করেছেন। কিন্তু পুলিশ তাঁর প্রেমিকের লোকেশন ট্র্যাক করে। প্রেমিক জানান, তিনি কোনওদিন সুরাট যাননি। শেষে মাকে জেরা করতেই আত্মসমর্পণ করেন। কনস্ট্রাকশন সাইটেই সন্তানের দেহ ফেলে দেন মা।
আরও পড়ুন: রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর হয়ে প্রচার! কর্মীদের হাতে পাকড়াও তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী
advertisement
জেরায় মা বলেন, ঝাড়খণ্ডে তাঁর প্রেমিক থাকেন। কিন্তু বাড়ি থেকে পালানোর সময়ে প্রেমিক বলেন, তিনি যদি তাঁর সন্তানকে নিয়ে তাঁর কাছে যান, তবে তাঁকে গ্রহণ করবেন না প্রেমিক। তাই সন্তানকে খুন করে প্রেমিকের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন মা। শুধু তা-ই নয়, অজয় দেবগন ও টাবুর সিনেমা ‘দৃশ্যম’ দেখে তিনি শিখেছিলেন কীভাবে দেহ লোপাট করতে হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 8:11 PM IST

