Phuchkas of Various Flavors: অবাক করা দামে মিলছে সাত ধরনের ফুচকা! কোথায় পাওয়া যাচ্ছে, জেনে নিন
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
Phuchkas of Various Flavors: রাহুল কুমার নামে এক যুবক ফুচকার স্টলটি চালান। সেখানে সাত রকমের ফুচকা পাওয়া যায়। রসুন, হরিয়ালি, রাজবাড়ি, রেগুলার, মিষ্টি, জলজিরা এবং পুদিনা, নানা ধরনের ফ্লেভারের ফুচকা মেলে সেখানে।
পূর্ণিয়া: ফুচকার নাম শুনলে জিভে জল আসে না, এমন মানুষ খুব কমই আছেন। বাংলা তো বটেই, তার বাইরেও এই খাবারের জনপ্রিয়তা কিছু কম নয়। বিহারের পূর্ণিয়ার কলকাতা কালিবাড়ি চৌক বা কলকাতা মার্কেটে একটি ফুচকার দোকানে ভিড় উপচে পড়ছে। কিন্তু এই দোকানের বিশেষত্ব কী?
রাহুল কুমার নামে এক যুবক ফুচকার স্টলটি চালান। সেখানে সাত রকমের ফুচকা পাওয়া যায়। রসুন, হরিয়ালি, রাজবাড়ি, রেগুলার, মিষ্টি, জলজিরা এবং পুদিনা, নানা ধরনের ফ্লেভারের ফুচকা মেলে সেখানে। নিজের দোকানের পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর রাখেন রাহুল। পূর্ণিয়াত দু’টি ফুচকার স্টল চালান তিনি। আগে একটি হোটেল চালাতেন সেই ব্যক্তি। কিন্তু সেই ব্যবসায় ভাটা পড়তেই ফুচকা তৈরি শেখেন তিনি। এখন তাঁর দোকানে দেখার মতো ভিড়।
advertisement
advertisement
রাহুল প্রত্যেক দিন দু’থেকে তিন হাজার ফুচকা নিয়ে আসেন। ২০ টাকায় আটটি করে ফুচকা ব্যবহার করেন তিনি। দূর-দূরান্ত থেকে মানুষ তাঁর স্টলে আসেন ফুচকা খেতে। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপচে পড়া ভিড় হয় তাঁর দোকানে।
advertisement
রাহুল বলেন, “আমি নানা ফ্লেভারের ফুচকার জল তৈরি করি মশলা মিশিয়ে। সবাই এই ফুচক খেতে খুব ভালবাসে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 8:29 PM IST