Chicken Masala Moori: মুড়ির সঙ্গে মাংস! কখনও ভেবেছেন? চিকেন ঝালমুড়ি বিক্রি হচ্ছে রমরমিয়ে, কোথায়
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Chicken Masala Moori: মশলা মুড়ির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ফ্রায়েড চিকেনের টুকরো। নতুনত্ব এই ঝালমুড়ি ভাল লাগছে ক্রেতাদেরও।
বিজয়ওয়াড়া: ঝালমুড়ি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধ হয় খুঁজলেও পাওয়া যাবে না। আলু, পেঁয়াজ, বাদাম, চানাচুর, রকমারি মশলা আর মুড়ির মেলবন্ধন কমবেশি সকলেরই পছন্দ। কিন্তু এই মিশ্রণে যদি নয়া সংযোজন হয়? ঝালমুড়ির সঙ্গে যদি মিশে যায় চিকেন? এরকমই চিকেন মুড়ি মশলা বিক্রি হচ্ছে বিজওয়াড়ার গুরুনানক নগর কলোনির এক স্টলে।
মশলা মুড়ির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ফ্রায়েড চিকেনের টুকরো। নতুনত্ব এই ঝালমুড়ি ভাল লাগছে ক্রেতাদেরও। মুড়ির সঙ্গে চিকেনের এই যুগলবন্দি চর্চার বিষয়ও হয়ে উঠেছে। এই চিকেন মুড়ি মশলা ছাড়াও এই স্টলে পাওয়া যায় এগ মিক্সচার মশলা, বিভিন্ন সবজি সহযোগে মিক্সচার মশলা। খুব অল্প দামেই এই খাবারগুলির স্বাদ নেওয়ার সুযোগ পাওয়া পান ক্রেতারা। এখানে এই খাবারগুলির দাম ২০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে।
advertisement
advertisement
ঝালমুড়ি আর চিকেনের যুগলবন্দিটা ঠিক কী রকম? তা দেখতে সেই স্টলে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। নতুন এই খাবারের স্বাদ নিতে পৌঁছে যাচ্ছেন সকলেই। বাকি খাবারগুলির তুলনায় এগিয়ে রয়েছে চিকেন মুড়ি মশলা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 12:30 PM IST