কলাইনরের বর্ণময় জীবন একঝলকে

Last Updated:
#চেন্নাই: ১৯৬৯ থেকে ২০১১ সাল ৷ পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন এম করুণানিধি ৷ অবশেষে, আজ কাবেরী হাসপাতালে জীবনাবসান হল তাঁর ৷ তামিলনাড়ুর রাজনীতিতে একটা যুগের অবসান৷
১৯২৪- তামিলনাড়ুর নাগাপাত্তিনামে জন্মগ্রহণ করেন করুণানিধি ৷
১৯৩৮- মাত্র ১৪ বছর বয়সে রাজনীতিতে যোগ দেন করুণানিধি ৷ কাল্লাকুড়ি আন্দোলনের মধ্য দিয়ে ৷
advertisement
১৯৪৪- চিত্রনাট্যকার হিসেবে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু ৷
১৯৫৭- কুলিথালাই কেন্দ্র থেকে প্রথম তামিলনাড়ু বিধানসভা আসন জেতেন তিনি ৷
১৯৬১- তিনি ডিএমকে-র ট্রেজারার হন ৷
১৯৬২- তামিলনাড়ু বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তিনি ৷
advertisement
১৯৬৭- ডিএমকে যখন ক্ষমতায় এলে করুণানিধিকে পাবলিক ওয়ার্ক মিনিস্টার করা হয় ৷
১৯৬৯- আন্নাদুরাইয়ের মৃত্যুর পর করুণানিধি প্রথম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন ৷
১৯৯৯- এনডিএ-এর অন্তর্ভুক্ত হল ডিএমকে ৷
২০০১- দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় করুণানিধিকে ৷
২০০৪- কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হল ডিএমকে
২০১১- রাজ্য নির্বাচনী লড়াইয়ে ডিএমকে হেরে যায় ৷
advertisement
২০১৪- তিনিই সিদ্ধান্ত নেন, ২০১৪-র নির্বাচনে স্বাধীনভাবে লড়বে ডিএমকে ৷
২০১৮- প্রয়াত হলেন ডিএমকে সুপ্রিমো ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কলাইনরের বর্ণময় জীবন একঝলকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement