Blast Threat: পায়রার পায়ে বাঁধা ছোট্ট কাগজ, তাতে লেখা...জম্মু-কাশীরে বিস্ফোরণের হুমকি! ভারত-পাকিস্তান সীমান্তে ফের আতঙ্ক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Blast Threat:ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়ে জম্মুর একটি রেল স্টেশনে ধরা পড়ে পায়ে চিঠি পায়ে বাঁধা একটি পায়রা
শ্রীনগর: পায়রার পায়ে বাঁধা হুমকি চিঠি! ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়ে জম্মুর একটি রেল স্টেশনে ধরা পড়ে পায়ে চিঠি পায়ে বাঁধা একটি পায়রা। চিঠিতে জম্মু স্টেশনে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। রেলস্টেশনে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
সূত্রের খবর, ওই পায়রার পায়ে বাঁধা চিঠিতে লেখা ছিল, ‘‘জম্মু স্টেশনে আইডি বিস্ফোরণ।’’ আরএস পুরার খাটমারিয়ান এলাকা থেকে পায়রাটি ধরা পড়ে বিএসএফ জওয়ানদের হাতে। তত্ক্ষনাত্ জম্মু কাশ্মীরের পুলিশকে হুমকি বার্তা সম্পর্কে জানায় বিএসএফ বাহিনী। এরপরেই রেল স্টেশনে বিশেষ সতর্কতা জারি করা হয় বলেই সূত্র মারফত জানা গিয়েছে।
advertisement
advertisement
A pigeon was caught by BSF at International Border in RS Pura sector and handed over to J&K Police. The pigeon had a chit with a message mentioning IED and Jammu Station written on it. Police are investigating this matter: J&K Police
— ANI (@ANI) August 21, 2025
advertisement
পায়রার পায়ে বাঁধা হুমকি বার্তার ঘটনা এই প্রথম নয়। ৩ দিন আগে গত ১৮ অগাস্ট সীমান্ত এলাকায় একটি সন্দেহজনক পায়রাকে বন্দি করে বিএসএফ জওয়ানরা। ফরওয়ার্ড ডিফেন্স পোস্ট ৬৯-এর কাছেই ওই পায়রাটি ধরা পড়ে। সেই পায়রার পায়েও বাঁধা ছিল চিরকূট। সূত্রের খবর, সেই চিরকূটে উর্দূ এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা ছিল, ‘‘কাশ্মীর আমাদে, সময় এসে গিয়েছে, এবার এসে যাবে’’ এবং জম্মু স্টেশনে আইডি বিস্ফোরণ। কোথা থেকে উড়ে এলেথে হুমকি চিঠি বাঁধা পায়রা। খতিয়ে দেছে বিএসএফ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 4:07 PM IST