Student in Russia Mishap: রাজস্থান থেকে রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়েছিল, নদীর কাছেই মর্মান্তিক পরিণতি! মৃত্যুর কারণ ঘিরে রহস্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আলওয়াড় সরস ডেয়ারি চেয়ারম্যান নিতিন সঙ্গওয়ান জানান, হোয়াইট রিভারের পাশে থাকা ড্যামে অজিতের দেহ উদ্ধার হয়েছে৷ শুধু তাই নয়, ক’দিন আগে বাঁধের ঠিক পাশ থেকেই মিলেছিল অজিতের পরনের পোশাক এবং জিনিসপত্র৷
রাশিয়া: ১৯ দিন নিখোঁজ থাকার পরে রাশিয়ার একটি বাঁধ থেকে উদ্ধার হল ২২ বছরের ভারতীয় ছাত্রের দেহ৷ অজিত সিং চৌধুরী নামে ওই তরুণ রাজস্থানের আলওয়াড় জেলার লক্ষণগড়ের কাফানওয়াড়া গ্রামের বাসিন্দা৷ ২০২৩ সালে রাশিয়ার শহর উফার বাসকির স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন৷ সেই থেকে সেখানেই থেকে পড়াশোনা করতেন তিনি৷
আপাতদৃষ্টিতে সবকিছু ঠিকই ছিল৷ গত ১৯ অক্টোবর সকাল ১১টা নাগাদ সে হস্টেল থেকে বের হয়৷ বলে গিয়েছিল দুধ কিনতে যাচ্ছে৷ কিন্তু, সেই যে সে বেরিয়েছিল, তারপর আর ফিরে আসেনি৷ তাঁর নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় প্রশাসনের তরফে এলাকায় খানা তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
আলওয়াড় সরস ডেয়ারি চেয়ারম্যান নিতিন সঙ্গওয়ান জানান, হোয়াইট রিভারের পাশে থাকা ড্যামে অজিতের দেহ উদ্ধার হয়েছে৷ শুধু তাই নয়, ক’দিন আগে বাঁধের ঠিক পাশ থেকেই মিলেছিল অজিতের পরনের পোশাক এবং জিনিসপত্র৷
ভারতীয় দূতাবাসের তরফে অজিতের মৃত্যুর বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি৷ কিন্তু, অজিতের পরিবারকে তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছে৷
advertisement
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলওয়াড় জানিয়েছেন, ১৯দিন আগেই নদীর ধার থেকে অজিতের জামাকাপড়, মোবাইল ফোন এবং জুতো পাওয়ার গিয়েছিল৷ তাঁর দাবি, ওই ছাত্রের মৃত্যু ঘিরে নিশ্চই কোনও রহস্য রয়েছে৷ কিছু একটা নিশ্চই ওর সাথে করা হয়েছিল৷
advertisement
জিতেন্দ্র বলেন, ‘‘অজিত, কাফানওয়াড়া গ্রামের, অনেক স্বপ্ন নিয়ে চারদিক থেকে টাকাপয়সা জোগাড় করে তাঁর পরিবার তাঁকে রাশিয়ায় পড়তে পাঠিয়েছিল৷ নদীতে তাঁর দেহ উদ্ধারের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
November 07, 2025 2:02 PM IST

