'ভাং-এর গুলি আছে?' জোমাটোকে ১৪ বার প্রশ্ন যুবকের, পুলিশ বুঝিয়ে দিল ভাল করে

Last Updated:

Zomato: ভাং আছে? ১৪ বার একই প্রশ্ন জোমাটোকে। যুবককে ভাল করে বোঝাল পুলিশ।

গুরুগ্রাম: আজ সারা দেশে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব। লোকজন একে অপরকে রঙ দিয়ে এবং বিভিন্ন ধরণের খাবার খেয়ে এই উত্সব উদযাপন করে।
হোলির সময় আরও একটি জিনিস সাধারণত কিছু লোকের জন্য প্রয়োজনীয়। সেটা হল ভাং। হোলির সময় এটা কোনও নতুন জিনিস নয়। বহু বছর ধরে ভাং খাওয়ার রেওয়াজ রয়েছে বহু জায়গায়।
তবে গুরুগ্রামের এক ব্যক্তি অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটো-র কাছে ভাং-এর দাবি করেন। Zomato টুইট করে দাবি করেছে, গুরুগ্রামের শুভম নামে এক গ্রাহক ভাং-এর বড়ি চেয়েছিলেন, তাও ১৪ বার।
advertisement
advertisement
আরও পড়ুন- Holi 2023: বড় অদ্ভুত এই ‘হোলি’, রঙ নয় একে অপরের দিকে ছোঁড়া হয় জ্বলন্ত কয়লা
Zomato টুইটারে টুইট করেছে, "কেউ গুরগাঁওয়ের শুভমকে বলুন, আমরা ভাং-এর বড়ি সরবরাহ করি না। তিনি আমাদের ১৪ বার জিজ্ঞাসা করেছেন।"
টুইটটি রিটুইট করে দিল্লি পুলিশ জবাব দিয়েছে, "যদি কেউ শুভমের সঙ্গে দেখা করেন তা হলে বলবেন,।উনি যেন ভাং সেবন করে গাড়ি না চালান।" Zomato-এর টুইটে মজার কমেন্ট দিয়ে অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
advertisement
একজন লিখেছেন, "হজমির গুলি পাঠান।" অন্য একজন লিখেছেন, "ব্যাঙ্গালোরে বসে রোহিত আপনার টুইট থেকে একটি স্টার্টআপ আইডিয়া পেয়েছেন।"
পোস্টটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর আরও অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, "যদি ভাং না পাওয়া যায়, অন্তত হোলিতে পাকোড়ার ব্যবস্থা করা উচিত।"
advertisement
আরও পড়ুন- দিল্লি গিয়েই ঘুম উড়ল অনুব্রতর, লক আপে পায়চারি করেই কাটল প্রথম রাত
অন্য একজন মজা করে লিখেছেন, " একবার ভাং খাওয়ার পরেই আবার চাইতে হবে। সেই জন্যই তিনি ১৪ বার দাবি করেছেন।" আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "শুভম ভাই, ওরা শুধু মদ সরবরাহ করে।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ভাং-এর গুলি আছে?' জোমাটোকে ১৪ বার প্রশ্ন যুবকের, পুলিশ বুঝিয়ে দিল ভাল করে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement