Holi 2023: বড় অদ্ভুত এই ‘হোলি’, রঙ নয় একে অপরের দিকে ছোঁড়া হয় জ্বলন্ত কয়লা

Last Updated:

 'শেনি উজো' ঐতিহ্যপস  উজো'-এর প্রস্তুতি শুরু হয়। তিনি বলেন, যাঁরা এই আচারে অংশ নেবেন তাদের নিরামিষ খাবার খেতে হবে এবং বিভিন্ন নেশা করতে পারেন না৷ 

হোলির উৎসব ছোঁড়া হয় জ্বলন্ত কয়লা
হোলির উৎসব ছোঁড়া হয় জ্বলন্ত কয়লা
পানাজি: ভারতে, হোলি (Holi 2023 ) রং দিয়ে খেলা হয়, কিন্তু গোয়ার মোলকর্নেম গ্রামে হোলি খেলা হয় অন্যভাবে। যেখানে লোকেরা হোলিতে  জ্বলন্ত কয়লা নিক্ষেপ করে, যা কারোর গায়ে পড়ে। একেবারে অন্য উপায়ে মোলকর্নেম গ্রামের মানুষ হোলি উৎসব পালন করে। মোলকর্নেম গ্রামে এই উৎসবকে 'শেনি উজো' বলা হয়। কোঙ্কনি ভাষায়, 'শেনি' শব্দের অর্থ উপল  এবং 'উজো' শব্দের অর্থ আগুন।
অনেক রাজ্যে, হোলির উৎসবের তার প্রাক্কালে হোলিকা দহন দিয়ে শুরু হয়, যেখানে লোকেরা হোলিকা হিসাবে বিবেচনা করে গাছের ডালপালা পোড়ায় এবং এই দহনকে দুষ্টের বা পাপের দহন হিসেবে দেখা হয়৷
দক্ষিণ গোয়ার পানাজি থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত মোলকর্নেম গ্রামে হোলির উৎসবটি একটি ভিন্ন এবং অনন্য উপায়ে উদযাপিত হয়, যেখানে লোকেরা হোলির সময় একে অপরের কয়লা বর্ষণ করে। তবে কবে থেকে এই প্রথা চলে আসছে তা তাঁরা জানেন না।
advertisement
advertisement
'শেনি উজো' ঐতিহ্যপস  উজো'-এর প্রস্তুতি শুরু হয়। তিনি বলেন, যাঁরা এই আচারে অংশ নেবেন তাদের নিরামিষ খাবার খেতে হবে এবং বিভিন্ন নেশা করতে পারেন না৷
advertisement
মানুষ খালি পায়ে আচার-অনুষ্ঠানে অংশ নেয়
গ্রামের আর এক বাসিন্দা সোনু গাঁওকার বলেন, “মানুষ খালি পায়ে আচারে অংশ নেয়। সারা রাত ধরে চলে অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা কাছাকাছি মাঠে জড়ো হওয়ার আগে মন্দিরের চারপাশে দৌড়ায়। একভাবে, মন্দিরের প্রদক্ষিণ দ্রুত গতিতে সম্পন্ন করা হয়। লোকেরা তখন ভোরবেলা ঘুঁটে জ্বালিয়ে দেয় এবং পরে তার ওপরে ছুঁড়ে দেওয়া হয়৷’’
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Holi 2023: বড় অদ্ভুত এই ‘হোলি’, রঙ নয় একে অপরের দিকে ছোঁড়া হয় জ্বলন্ত কয়লা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement