হোম /খবর /পূর্ব বর্ধমান /
না দোলের দিনে দোল খেলা হয় না ‘এই’ স্থানে, কারণ জানলে চমকে যাবেন

Purba Bardhaman News: না দোলের দিনে দোল খেলা হয় না ‘এই’ স্থানে, কারণ জানলে চমকে যাবেন

X
পূর্ব [object Object]

রাজার নির্দেশে বর্ধমানে আজও পালিত হচ্ছে এই রীতি 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বর্ধমান: পুরো রাজ্য জুড়ে যেদিন দোল উৎসব পালিত হয় তার পরের দিন রং খেলায় মেতে ওঠেন বর্ধমানবাসী । ছোট থেকে বড় সকলে এই দিনেই রং খেলেন। অনেক দিন ধরেই বর্ধমানে এই রীতি মেনেই রং খেলা হয়ে আসছে। কিন্তু রাজ্য জুড়ে যেদিন দোল উৎসব পালিত হচ্ছে সেদিন কেন রং খেলে না বর্ধমান শহরের বাসিন্দারা। এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ ।

বর্ধমানের রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে দোল পূর্ণিমার দিনেই পূজো অর্চনা ও দোল উৎসব পালিত হয়, এবং তার পরের দিনেই রং খেলেন সকলে । বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায় এই মন্দির অবস্থিত ,বহু প্রাচীন এই মন্দির ।

আরও পড়ুন -  World Trade Centre: আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা মনে আছে তো, কলকাতাতেও এবার...

এই রীতি রেওয়াজ এর কারণ হিসেবে এই মন্দিরের পুরোহিত উত্তম মিশ্রের কথায় জানা যায়-

আরও পড়ুন -  Social Media Love Story: নেটমাধ্যমে আলাপ, সটান প্রেমিকের বাড়িতে গিয়ে হাজির যুবতী! ফিরলেন বিয়ে পাকা করে

দোল পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে পুজো হয়, দোল উৎসব পালিত হয় । অনেকই এদিন ভিড় জমায় এই মন্দিরে। বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ এর মতে সেদিন দেব-দেবীর দোল উৎসব। দেবতাদের দোল উৎসব। তাই রাজার মতে দেবতাদের দোল উৎসব বলে , সাধারণ মানুষ একদিনে দোল খেলতে পারবে না । এখনও পর্যন্ত এই রীতি মেনে চলছে এই শহরের সকলেই।

বর্তমানে রাজা না থাকলেও এখনও শতাব্দী প্রাচীন এই প্রথা মেনেই রং খেলায় মেতে ওঠেন বর্ধমানবাসী।

 Bonoarilal Chowdhury

Published by:Debalina Datta
First published:

Tags: Holi 2023, Purba bardhaman