দুই মেয়ের সামনেই মারধর, পরপর গুলি! উত্তরপ্রদেশে সাংবাদিককে খুনের চেষ্টা প্রকাশ্যেই

Last Updated:

CCTV ফুটেজে গোটা ঘটনাটাই দেখা গিয়েছে । ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে । সেধুন সেই CCTV ফুটেজ ।

#গাজিয়াবাদ: চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে । প্রকাশ্য রাস্তায় সাংবাদিককে গুলি করল কয়েকজন দুষ্কৃতী । সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে সপ্তাহিক একটি পত্রিকা চালাতেন বিক্রম যোশি নামের ওই সাংবাদিক ।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে দুই মেয়েকে নিয়ে স্কুটারে চড়ে যাচ্ছিলেন তিনি । সেই সময় কয়েকজন তাঁদের দিকে এগিয়ে আসে। CCTV ফুটেজে দেখা যায়, স্কুটার ঘুরিয়ে নিতে চেয়েছিলেন বিক্রম। কিন্তু তার আগেই অভিযুক্তরা ঘিরে ফেলে তাঁকে। রাস্তায় ফেলে মারধর করে, গুলি মারে। লুটিয়ে পড়েন বিক্রম। তাঁর মেয়েরা বাবার কাছে এসে কান্নাকাটি করেন, অন্যান্য গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন । পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
advertisement
ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছেন পুলিশ। জানা গিয়েছে যোশি কয়েকদিন আগে পুলিশের কাছে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তাঁর ভাইঝিকে কয়েকজন ছেলে বিরক্ত করছিল বলে। মনে করা হচ্ছে অভিযুক্তদের সঙ্গে তাদের কোনও যোগ থাকতে পারে। দুষ্কৃতীদের জেরা করা হচ্ছে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুই মেয়ের সামনেই মারধর, পরপর গুলি! উত্তরপ্রদেশে সাংবাদিককে খুনের চেষ্টা প্রকাশ্যেই
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement