Crime Story: ‘দৃশ্যম’ সিনেমার কায়দায় খুন, সিসিটিভিই ধরিয়ে দিল খুনিকে

Last Updated:

গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিলা খানের কাছে জানা গিয়েছে,অঙ্কুশ একটা বাড়ি বিক্রি করছিল৷ সেই সূত্রেই তাঁর দেখা হয় অভিযুক্তের সঙ্গে৷

অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে
অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে
নয়ডা: সম্পত্তি নিয়ে বিবাদের জেড়ে খুন হতে হল গ্রেটার নয়ডার বসবাসকারী এক বাসিন্দাকে৷ কিন্তু সমস্যা হল খুনের কায়দা ও অনুপ্রেরণার উৎস নিয়ে৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে৷
ঘটনটি ঘটেছে গ্রেডার নয়ডায়৷ অভিযুক্ত ৪২ বছরের প্রবীণ এক সময় দিল্লি পুলিশের কনস্টেবল ছিলেন৷ যে ব্যক্তি খুন হন তাঁর নাম অঙ্কুশ৷ প্রায় ১৩ দিন ধরে নিখোঁজ থাকার পর তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় রিপোর্ট জানানো হয়৷
advertisement
advertisement
গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিলা খানের কাছে জানা গিয়েছে,অঙ্কুশ একটা বাড়ি বিক্রি করছিল৷ সেই সূত্রেই তাঁর দেখা হয় প্রবীণের সঙ্গে৷ অঙ্কুশের কাছ থেকে অভিযুক্ত ১.১৮ কোটির একটা ফ্ল্যাট কেনে এবং ৩০ লাখ টাকা ডাউনপেমেন্ট দেওয়ার কথা প্রতিশ্রুতি দেন৷
কিন্তু তা না দিয়েই সে কানাডা চলে যায়৷ তারপর দেশে ফিরে এলে অঙ্কুশ বাকি টাকা চাইলেই সে এই খুনের পরিকল্পনা নেয়৷ ৯অগাস্ট, শুরু হয় খুনের চিত্রনাট্য রচনা৷
advertisement
অঙ্কুশকে টাকা দিতে রাজি হয়৷ গাড়িতেই কোনওভাবে প্রবীণ তাঁকে নেশা জাতীয় কিছু খাওয়াতে সক্ষম হন৷ তারপর একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং-এ গিয়ে হাতুড়ির আঘাতে মেরে ফেলে অঙ্কুশকে৷ মৃতদেহ সরানোর আগে অঙ্কুশের ফোন থেকে তাঁর আইনজীবী ও বন্ধুকে ফোন করে সম্পত্তির কাগজ তৈরি করে রাখতে বলেন৷
advertisement
পুলিশ জানায় মূলত বাড়িটি হাতানোর জন্যই প্রবীণ এই খুনের পরিকল্পনা নেয়৷ পার্কিং-এর সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই তাকে আটক করতে সক্ষম হয় নয়ডা পুলিশ৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা-সহ একাধিক মামলা রজু করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime Story: ‘দৃশ্যম’ সিনেমার কায়দায় খুন, সিসিটিভিই ধরিয়ে দিল খুনিকে
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement