IED in Delhi: গাজিপুরের বিখ্যাত ফুল মার্কেটে IED ভর্তি ব্যাগ! বড় অঘটনের নিশানায় দিল্লি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
IED in Delhi: প্রজাতন্ত্র দিবসের আগেই এ ভাবে ফুল বাজার থেকে আইইডি-বিস্ফোরক উদ্ধারে নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে।
#নয়াদিল্লি: সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগেই রাজধানী দিল্লিতে মারাত্মক ঘটনা। দিল্লির গাজিপুর ফুল বাজারে সকাল থেকে পড়ে থাকা ব্যাগে মিলল বিস্ফোরক আইইডি (IED in Delhi)। দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা এ বিষয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কিন্তু প্রজাতন্ত্র দিবসের আগেই এ ভাবে ফুল বাজার থেকে আইইডি-বিস্ফোরক উদ্ধারে নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই ঘটনার ফলে রাজধানীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ফুলবাজারের মধ্যেই ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। ওই এলাকায় তখন করোনার কারণে জীবাণুমুক্ত করার কাজ চলছিল। সেই সময়ই সাফাইকর্মীদের নজরে আসে ব্যাগটি। সঙ্গেসঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তড়িঘড়ি চলে আসেন বম্ব স্কোয়াডের অফিসাররাও। বেশ কিছুক্ষণ পরীক্ষার পর বোঝা যায়, নিছক গুজব নয়, ওই ব্যাগের মধ্যে রয়েছে আইইডি। এরপরই বিস্ফোরকটি নষ্ট করা হয় বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
যদিও এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাজারের মধ্যে এভাবে নাশকতার ছক কারা করল? সামনেই যেখানে প্রজাতন্ত্র দিবস, সেখানে নজরদারিতে আরও কেন কড়াকড়ি করা হল না? পূর্ব দিল্লির গুরুত্বপূর্ণ জায়গা এটি। দেশের বিখ্যাত ফুল মার্কেটগুলির একটি রয়েছে এই গাজিপুরেই। ফলে বাজারে বিস্ফোরক মেলায় নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল।
advertisement
কোনও জঙ্গি সংগঠন এর নেপথ্যে রয়েছে কি না, তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সূত্রেই বাড়ানো হয়েছে রাজধানীর নিরাপত্তাও। প্রসঙ্গত, এই গাজিপুরেই দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছিলেন কৃষকরা। সেখানেই এবার মিলল আইইডি। যা প্রজাতন্ত্র দিবসের আগে দুশ্চিন্তা অনেকটাই বাড়াল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2022 2:30 PM IST