#নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার এক বিমানের অমৃতসর থেকে দিল্লি যাওয়ার সময়েই জানলার ভেতরের অংশ ভেঙে যায় ৷ জানলা ভেঙে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসায়, বিমান কর্তৃপক্ষ পদক্ষেপ করে ৷ যাত্রীবাহী বিমান হঠাৎ অবরুদ্ধ হযে পড়ে ৷ যাত্রীদের মধ্যে ভয়ের সঞ্চার হয় ৷ গোটা বিমানের ভেতরে যাত্রীরা অবরুদ্ধ হয়ে পড়েন ৷
আরও পড়ুন : পৃথিবীর প্রবীণতম মানুষের মৃত্য়ুবিমান কর্তৃপক্ষ জানিয়েছে এমন ঘটনা সচরাচর ঘটেনা ৷ কিন্তু কীভাবে, কেন এই ঘটনা ঘটল তা সেই কারণই খুঁজছেন তাঁরা ৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ঘটনায় দুঃখ প্রকাশ করে সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ৷
জানলার ভেতরের দিকের অংশ ভেঙে কেবিনে প্রবেশ করে, ঘটনা জেরে তিনজন যাত্রী আহত হন ৷ আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air India Flight, Amritsar, Breaks down, Delhi