#নয়াদিল্লি: দিল্লিতে অচলাবস্থা অব্যাহত এখনও ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপরাজ্যপালের বাড়ির বাইরে ধর্নায় সরগরম রাজধানী ৷ বেশ কয়েক দফা দাবি নিয়ে উফরাজ্যপালের অফিসের সামনে ধর্নায় বসেছেন সঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোরিয়াও আছেন ৷
আরও পড়ুন জম্মু-কাশ্মীরে একতরফা সংঘর্ষ বিরতি আর নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷
একথায় অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন পরিস্থিতির দিকে বিশেষ নজর দিতে ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যে আর্জি জানানো হয়েছে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ট্যুইটে প্রকাশিত হয়েছে ৷ তবে পিনারাই বিজয়নকে সক্ষতা মমতার কৃতিত্বকেই বারবার ইঙ্গিত করছে ৷
I along with the Hon’ble CMs of Andhra Pradesh, Karnataka and Kerala have requested Hon’ble PM today to resolve the problems of Delhi government immediately.
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2018
তবে এই চার মুখ্যমন্ত্রীর মধ্যে কেউই গতরাতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার বিষয়ে মুখ খুলতে চাননি ৷ তবে তাঁদের সমর্থন যে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে বা পরিষ্কার ৷ তবে নীতি আয়োগের বৈঠকের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় জোট অস্ত্রে শান দিচ্ছেন তা বলাই বাহুল্য ৷