প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দিল্লির সমস্যা নিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি মমতার

Last Updated:

দিল্লিতে অচলাবস্থা অব্যাহত এখনও ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপরাজ্যপালের বাড়ির বাইরে ধর্নায় সরগরম রাজধানী ৷ বেশ কয়েক দফা দাবি নিয়ে উফরাজ্যপালের অফিসের সামনে ধর্নায় বসেছেন সঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোরিয়াও আছেন ৷

#নয়াদিল্লি: দিল্লিতে অচলাবস্থা অব্যাহত এখনও ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপরাজ্যপালের বাড়ির বাইরে ধর্নায় সরগরম রাজধানী ৷ বেশ কয়েক দফা দাবি নিয়ে উফরাজ্যপালের অফিসের সামনে ধর্নায় বসেছেন সঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোরিয়াও আছেন ৷
দিল্লির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ৷
advertisement
একথায় অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন পরিস্থিতির দিকে বিশেষ নজর দিতে ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যে আর্জি জানানো হয়েছে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ট্যুইটে প্রকাশিত হয়েছে ৷ তবে পিনারাই বিজয়নকে সক্ষতা মমতার কৃতিত্বকেই বারবার ইঙ্গিত করছে ৷
advertisement
তবে এই চার মুখ্যমন্ত্রীর মধ্যে কেউই গতরাতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার বিষয়ে মুখ খুলতে চাননি ৷ তবে তাঁদের সমর্থন যে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে বা পরিষ্কার ৷ তবে নীতি আয়োগের বৈঠকের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় জোট অস্ত্রে শান দিচ্ছেন তা বলাই বাহুল্য ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দিল্লির সমস্যা নিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement