জম্মু-কাশ্মীরে একতরফা সংঘর্ষ বিরতি আর নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Last Updated:

এক বড় সিদ্ধান্ত ঘোষণা কেন্দ্রীয় সরকারের ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রবিবার জানিয়েছেন পবিত্র রমজান মাসে ভারত একতরফা সংঘর্ষ বিরতি নীতি গ্রহণ করেছিল ৷

#নয়াদিল্লি: এক বড় সিদ্ধান্ত ঘোষণা কেন্দ্রীয় সরকারের ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রবিবার জানিয়েছেন পবিত্র রমজান মাসে ভারত একতরফা সংঘর্ষ বিরতি নীতি গ্রহণ করেছিল ৷ তবে আর নয় অনেক হয়েছে এর যোগ্য জবাব পাবে পাকিস্তান, জানিয়েছে কেন্দ্রীয় স্বারাষ্ট্র দফতর ৷
ভারতের এই একতরফা যুদ্ধ বিরতি নীতির ফলে বারংবার সীমান্তে আক্রান্ত হয়েছেন সেনা বাহিনীর জওয়ানেরা ৷ চলেছে বারবার সন্ত্রাসবাদী কার্যকলাপ ৷ গত বৃহস্পতিবার সেনাবাহিনীর বীর জওয়ান ঔরেঙ্গজেবকে আততায়ীরা অপহরণ করে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল সারা শরীর ৷ ফলে শহিদ হয়েছে দেশের আরও এক বীর সন্তান ৷ ঐ একই দিনে রাইজিং কাশ্মীর সংবাদপত্রের সম্পাদক সুজাত বুখারিকে তাঁর অফিসের বাইরে গুলি করে খুন করেছে সন্ত্রাসবাদীরা ৷
advertisement
advertisement
বারংবার পাকিস্তানকে সজাগ করলেও কোনও ভাবেই বাগে আনা যাচ্ছেনা তাদের সন্ত্রাসমূলক কার্যকলাপ ৷ শুধু এখানেই শেষ নয় গতকালও সীমান্তে সন্ত্রাসবাদীদের হাতে শহিদ হয়েছে সেনাবাহিনীর এক জওয়ান ৷ বিগত কয়েকদিন ধরে কাশ্মীরের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তা কোনও ভাবেই মেনে নেওয়া যাওয়া ৷ সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপের উপযুক্ত জবাব দেওয়ার কথা জানানো হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীরে একতরফা সংঘর্ষ বিরতি আর নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement