প্রধানমন্ত্রীর পৌরহিত্যে চলছে নীতি আয়োগের বৈঠক

Last Updated:

শুরু হয়েছে নীতি আয়োগের বৈঠক ৷ এই বৈঠকে যোগ দিতে গতকালই রাজধানীতে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাষ্ট্রপতি ভবনে শুরু হয়েছে এই বৈঠক ৷ বৈঠকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যন্য রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা ৷

#নয়াদিল্লি: শুরু হয়েছে নীতি আয়োগের বৈঠক ৷ এই বৈঠকে যোগ দিতে গতকালই রাজধানীতে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাষ্ট্রপতি ভবনে শুরু হয়েছে এই বৈঠক ৷ বৈঠকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যন্য রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা ৷
ছবিতে ডান দিক থেকে নরেন্দ্র মোদি, পিনারাই বিজয়ন, চন্দ্রবাবু নাইডু, মমতা বন্দ্য়োপাধ্যায়, এইচডি কুমারস্বামী ৷ নিজস্ব ছবি ৷ ছবিতে ডান দিক থেকে নরেন্দ্র মোদি, পিনারাই বিজয়ন, চন্দ্রবাবু নাইডু, মমতা বন্দ্য়োপাধ্যায়, এইচডি কুমারস্বামী ৷ নিজস্ব ছবি ৷
বৈঠকের আগে উদ্বোধনী ভাষণ দিয়ে বৈঠকের গোড়া পত্তন করেছেন ৷ উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী সব রাজ্যের ভূমিকায় প্রশংসা করেছেন ৷ কেন্দ্র-রাজ্য সমান্বয়ের মধ্যে দিয়েই তৈরি হতে পারে একটি উন্নত দেশ ৷ কেন্দ্র-রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা তিনি আবারও বলেছেন ৷
advertisement
advertisement
মূলত কেন্দ্র-রাজ্য সমান্বয় সাধনের জন্যই ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও নীতি আয়োগের বৈঠকের গোড়া পত্তন করেছে ৷ মূলত কেন্দ্র-রাজ্য সম্পর্কের উন্নতি সাধন, রাজ্যের উন্নয়ন, দাবি দাওয়া ইত্যাদি নানা উন্নয়নমূলক বিষয় নিয়েই আলোচনা করা হয়ে থাকে এই বৈঠকে ৷ রাজনৈতিক মহল মনে করছে এবারের বৈঠকে একাধিক প্রশ্নবাণে জর্জরিত হতে পারেন প্রধানমন্ত্রী ৷
advertisement
মমতা বন্দ্যোপাধাধ্যায় ছাড়াও বৈঠকে যোগ দিতে উপস্থিত আছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷ এই বৈঠক সফল হবে বলেই আশাপ্রকাশ করেছে ওয়াকিবহল মহল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রীর পৌরহিত্যে চলছে নীতি আয়োগের বৈঠক
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement