শ্রাবণ মাসে মহাদেবের জটায় ফণা তুলছে স্বয়ং নাগরাজ, চাক্ষুস করতে উপচে পড়ল ভিড়

Last Updated:

এই মাসেই মহাদেবের মাথায় জল ঢালতে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে বাঁখে জল নিয়ে বিভিন্ন তীর্থস্থানে ভিড় জমান মানুষ ৷

#হায়দরাবাদ: শ্রাবণ মাস ৷ স্বয়ং মহাদেবের মাস মনে করা হয় বছরের এই চতুর্থ মাসটিকে ৷ সারা বছর ধরেই শিবের আরাধনা করেন ভক্তরা ৷ তবু শ্রাবণ মাস যেন শিবের উপাসকদের কাছে একটু বিশেষ ৷ এই মাসেই মহাদেবের মাথায় জল ঢালতে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে বাঁখে জল নিয়ে বিভিন্ন তীর্থস্থানে ভিড় জমান মানুষ ৷ আর সেই শ্রাবণ মাসেই মহাদেবের মাথায় স্বয়ং নাগরাজ ৷
সেই ঘটনা প্রতক্ষ করতেই শয়ে শয়ে ভিড় জমালেন সাধারণ মানুষ ৷ গতকাল ঘটনাটি তেলেঙ্গনার করিমনগর এলাকার ৷ এখানেই বিশাল উঁচু একটি শিবের মূর্তি রয়েছে ৷ হঠাৎ দেখা যায়, সেই মূর্তির জটায় পেঁচিয়ে রয়েছে একটি কেউটে ৷ ফণা তুলছে মাথার পাশ থেকে ৷ বিকেল পাঁচটা নাগাদ বিষয়টি নজরে আসে স্থানীয়দের ৷ সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় এলাকায় ৷ অনেকেই সেলফি তুলতে শুরু করেন ৷ পরে অবশ্য খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৷ তারা এসে পরে উদ্ধার করে সাপটিকে ৷
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও--
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শ্রাবণ মাসে মহাদেবের জটায় ফণা তুলছে স্বয়ং নাগরাজ, চাক্ষুস করতে উপচে পড়ল ভিড়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement