শুধু মহাদেব নয়, অমঙ্গল দূর করতে শ্রাবণ মাসে অবশ্যই করুন এই পুজোগুলো

Last Updated:

শুধুমাত্র শিবই নন, সংসারের সমস্ত অমঙ্গল দূর করতে শ্রাবণ মাসে অবশ্যই করুন এই পুজোগুলোও ৷

#কলকাতা: শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস ৷ এই মাসেই পূজিত হন ত্রিকালেশ্বর মহাদেব ৷ বলা হয়, মাত্র একটি বিল্বপত্রেই তুষ্ট হন মহাদেব ৷ এই মাসে তাই ভক্তভরে পালিত হয় শিব পূজা ৷
কিন্তু শুধুমাত্র শিবই নন, সংসারের সমস্ত অমঙ্গল দূর করতে শ্রাবণ মাসে অবশ্যই করুন এই পুজোগুলোও ৷
advertisement
• দাম্পত্য জীবনে শান্তি আনতে এবং সংসারের অমঙ্গল দূর করতে এই মাসে শ্রীশ্রী কৃষ্ণের ঝুলনযাত্রার আয়োজন করুন ৷ নিষ্ঠাভরে রাধাকৃষ্ণের পুজো করুন, শুভ ফল লাভ হবেই।
advertisement
• এই মাসে অনেকেই মা মনসার পুজো করেন। মা বিষহরি প্রসন্না হলে মান, সম্মান, যশ, অর্থ, প্রভাব প্রতিপত্তি লাভ হয়।
• এ ছাড়া এই মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতিথিতে লোটন ষষ্ঠীর পুজো করলে সন্তান-সন্ততি নিয়ে সুখে সংসার করতে পারবেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শুধু মহাদেব নয়, অমঙ্গল দূর করতে শ্রাবণ মাসে অবশ্যই করুন এই পুজোগুলো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement