Cheetah: কুনোতে ফের মরল চিতা! একের পর এক চিতার মৃত্যুর কারণ কী?

Last Updated:

Kuno Cheetah Deaths : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ফের একটি চিতার মৃত্যু হল৷ এই চিতাটির মৃত্যুর সঙ্গেই মৃত চিতার সংখ্যা এসে ঠেকল ৯ টি তে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ফের একটি চিতার মৃত্যু হল৷ এই চিতাটির মৃত্যুর সঙ্গেই মৃত চিতার সংখ্যা এসে ঠেকল ৯ টি তে৷ চিতার সংখ্যা বাড়নোর উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল চিতা৷ কেন্দ্র সরকারেক উদ্যোগেই এই চিতাদের আনা হয়৷ বন্যপ্রাণী সংরক্ষণ এবং বন্যপ্রাণীর সংখ্যা বাড়াবার উদ্দেশ্যেই চিতাদের আনা হয়েছিল৷
মৃত চিতাটির নাম তিবলিসি৷ চিতাটি একটি মহিলা চিতা৷ নামিবিয়া থেকে গত সেপ্টেম্বরে যে আটটি চিতা আনা হয়েছিল তার মধ্যে তিবলিসিও ছিল৷ বুধবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ চিতাটির ঘাড়ের কাছে ইনফ্ল্যামেশেন ছিল৷ মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পোস্ট মর্টাম চলছে৷
advertisement
মে মাসে ৬ টি চিতার মৃত্যুর পর দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণ বিশেষজ্ঞ ভিনসেন্ট ভ্যান ডার মেরওয়ে আশঙ্কা করেছিলেন আরও চিতার মৃত্যু হতে পারে৷ তাঁদের আশঙ্কা ছিল কুনো অভয়ারণ্যে চিতামৃত্যুর হার বাড়বে৷ সেই আশঙ্কা অবশেষে সত্যি হল৷ কারণ নির্দিষ্ট চৌহদ্দি ছেড়ে মুক্ত অরণ্যে তারা যখনই মানিয়ে নিতে যাবে, তখনই সমস্যা হবে বলে আশঙ্কা ছিল৷ সেই ধারণাই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ এই মুহূর্তে আর মাত্র ১৪ টি চিতা রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cheetah: কুনোতে ফের মরল চিতা! একের পর এক চিতার মৃত্যুর কারণ কী?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement