#কুন্নুর: কেরলের ক্যাথলিক ধর্মযাজক ফাদার রবিন ভাদাক্কানচেরিকে ২০ বছরের কারাদণ্ড দিল কেরলের থ্যালাসারির অতিরিক্ত জেলা দায়রা আদালত ৷ তবে বাকি ছয় অভিযুক্তকে বেকসুর খালাস রে দেওয়া হয়েছে ৷২০১৬ সালের মে মাসে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন কোট্টিয়ায়ুরের সেন্ট স্যাবাস্টিন পারিসের ফাদার রবিন। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা ৷ পরে তাকে বারবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল ৷ পক্সো ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। POCSO ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে ৷ ২০১৭ সালে গ্রেফতার করা হয় তাঁকে ৷ অবেশেষে ৩ বছর পর ওই যাজককে ২০ বছরের সাজা শোনাল আদালত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।