• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • এক বছরের মেয়েকে দুধ দেননি স্ত্রী, রাগে পিটিয়ে খুন করল স্বামী! ভয়ে গুরুর কাছে দোষ কবুল

এক বছরের মেয়েকে দুধ দেননি স্ত্রী, রাগে পিটিয়ে খুন করল স্বামী! ভয়ে গুরুর কাছে দোষ কবুল

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

খুনের ঘটনা চাপা দিতে এরপর মৃত স্ত্রীকে নিয়ে হাসপাতালে যায় স্বামী। সেখানে গিয়ে বাথরুমে পা পিছলে পড়ে যাওয়ার মিথ্যে গল্প সাজায় সে ।

 • Share this:

  #থানে: এক বছরের শিশু কন্যা কাঁদছিল । কিন্তু তাকে সেই সময় দুধ দিতে চাননি ২৩ বছরের পূজা । ব্যাস তাতেই মাথায় আগুন জ্বলে ওঠে বছর পঁচিশের যুবক ভজন সিংয়ের । হাতের কাছে ছিল লোহার রড । তাই দিয়ে পিটিয়ে মেরে ফেলে স্ত্রী’কে । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি শহরে ।

  খুনের ঘটনা চাপা দিতে এরপর মৃত পূজাকে নিয়ে হাসপাতালে যায় ভজন । সেখানে গিয়ে বাথরুমে পা পিছলে পড়ে যাওয়ার মিথ্যে গল্প সাজায় সে । পুলিশি জিজ্ঞাসাবাদের সামনেও একই গল্প বলে ভজন । তবে বিভিন্ন বিষয়ে পুলিশের সন্দেহ জায়গায় অন্য ফাঁদ পাতে পুলিশ । ভজন প্রতিদিনই স্থানীয় এক গুরুদ্বারে যায় এবং সে যথেষ্ট ধর্মপ্রাণ । এই বিষয়টি প্রত্যক্ষ করে গুরুদ্বারের একজন গুরুর কাছে গোটা বিষয়টি খুলে বলেন পুলিশের আধিকারিকরা । ভজনের কাছ থেকে সত্যি কথা বের করানোর জন্য ওই গুরু নানাভাবে তাকে প্রশ্ন করতে থাকে । এরপরেই কান্নায় ভেঙে পড়ে অভিযুক্ত । স্ত্রী’কে খুনের ঘটনাও স্বীকার করে নেয় ।

  Published by:Simli Raha
  First published: