জন্মদিনে গিনেস বুক অফ রেকর্ডসে নরেন্দ্র মোদি

Last Updated:

৬৬ তম জন্মদিনের দিনই গিনেস বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন নরেন্দ্র মোদি ৷

#আহমেদাবাদ: ৬৬ তম জন্মদিনের দিনই গিনেস বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর জন্মদিনের খুশিতে জ্বালানো শুভেচ্ছা প্রদীপের জন্যই গিনেস বুকে লেখা হল মোদির নাম ৷ গুজরাতের নভসারিতে মোট ৯৮৯টি প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন স্কুল পড়ুয়ারা ৷
একসঙ্গে ৯৮৯ প্রদীপ জ্বালিয়ে শুভেচ্ছা বার্তা বিশ্বে প্রথম ৷ তাই এই ঘটনাকেই বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ রেকর্ডস ৷ তাদের শুভেচ্ছা বার্তা মোদিজীকে গিনেস বুকে জায়গা করে দিয়েছে জানতে পেরে ভীষণই আপ্লুত পড়ুয়ারা ৷
জন্মদিনটা মায়ের সঙ্গে কাটাবেন বলে নিজের ব্যস্ত রুটিন থেকে সময় বের করে শুক্রবারই গুজরাতে পৌঁছান নরেন্দ্র মোদি ৷ শনিবার ভোরে কোনও পাইলট, কনভয়, অতিরিক্ত নিরাপত্তারক্ষী ছাড়াই শুধুমাত্র একটি গাড়ি নিয়েই মায়ের সঙ্গে দেখা করতে মোদি হাজির হন গান্ধীনগরে ৷ নিজের ৬৬ তম জন্মদিনে মায়ের আর্শীবাদ নেওয়ার পরই দিনের কাজ শুরু করলেন ভারতের চতুর্দশ ও বর্তমান প্রধানমন্ত্রী ৷ এরপর দাহোদ জেলায় একাধিক সেচ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷
advertisement
advertisement
শুক্রবার রাতে মোদিকে আহমেদাবাদ বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজ্যপাল ওপি কোহলি এবং মন্ত্রীসভার বাকি সদস্যরা ৷ বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি জিতু ভাগনানি ও অন্যান্য নেতারা ৷ এছাড়া প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে রাতে বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিলেন কয়েকশো সমর্থক ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জন্মদিনে গিনেস বুক অফ রেকর্ডসে নরেন্দ্র মোদি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement