বয়স ৯৬, পরীক্ষায় পেলেন ৯৮ শতাংশ ! কেরলের বুড়িমার সুপারহিট কাণ্ড
Last Updated:
#কেরল: বয়সের হিসেবে থুড়থুড়ে বুড়ি ! কিন্তু রেজাল্টের পাতায় তিনি একাই একশো থুড়ি ৯৮ শতাংশ পেয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন কচিকাচাদের ! কেরলের এই ঠাকুমার কাণ্ড এখন টক অফ দ্য টাউন ৷ আসুন ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷
কেরলের আলাপ্পুঝার জেলার মাত্তম গ্রামের বাসিন্দা কারতিয়ানিয়াম্মা কৃষ্ণপিল্লাই। কারতিয়ানিয়াম্মা কোনও দিন স্কুলেই যাননি। বাড়ির আশপাশের মন্দিরগুলিতে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। তবে হঠাৎই মোড় ঘুরল জীবনের ৷ সাক্ষরতা মিশনের ‘অক্ষরালক্ষম’ প্রকল্পের মাধ্যমে পড়াশোনা শুরু করেন কারতিয়ানিয়াম্মা। এই প্রকল্পেরই তারই চতুর্থ শ্রেণির সমতুল্য পরীক্ষায় প্রথম হলেন কারতিয়ানিয়াম্মা।
প্রথম হয়ে ৯৬ বছরের ঠাকুমা তো একেবারে আপ্লুত ৷ সংবাদমাধ্যমকে খুশি খুশি জানালেন, ‘আমি ভাল নম্বর পেয়ে খুশি। আমি এখন জানি কীভাবে লিখতে, পড়তে ও অঙ্ক কষতে হয়। আমাদের সময়ে মহিলারা স্কুলে যেত না। যখন ২০১৬ সালে আমার ছোট মেয়ে আম্মিনিয়াম্মা দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে, তখনই আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই’ বলেন কারতিয়ানিয়াম্মা কৃষ্ণপিল্লাই।
advertisement
advertisement
তবে ঠাকুমা একা নয়,নিয়মিত তাঁকে পড়াশুনোয় সাহায্য করে গিয়েছেন, তাঁর দুই নাতনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2018 9:36 PM IST