#গোয়ালিয়র: ছোট থেকে শুনে আসা এক প্রবাদ ৷ পড়াশুনো করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে ! এই প্রবাদের ওপর বিশ্বাস করেই মাথা ঝুঁকিয়ে দিনরাত পড়াশুনো, পরীক্ষায় ভাল ফল, সেই ফলের জোরে ভাল চাকরি প্রাপ্তি ! সব মিলিয়ে যোগফোল ভাল জীবন ! শান্তির ৷ আর যদি এই প্রবাদ সত্যি না হয়? গাড়ি ঘোড়া তো দূরের কথা, যদি দু’বেলা দুমুঠো খাবার না জোটে? দারুণ নম্বরে ভরা মার্কশিট যদি শুধুমাত্র কাগজের রূপ নয় ! হ্যাঁ, এই প্রবাদের ঠিক উল্টো চিত্রই যেন ধরা পড়ল গোয়ালিয়রের রাস্তায় ৷ যেখানে এক বৃদ্ধকে দেখা গেল রাজপথে বসে ভিক্ষাবৃত্তি করতে ! তবে চমক এখানে নয়, চমকে উঠতে হয়, যখন জানতে পারা যায় এই বৃদ্ধ আইআইটি কানপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার !
আসুন, পুরো গল্পটা শোনা যাক ৷
গোয়ালিয়ের এক স্বেচ্ছাসেবক সংস্থা রাস্তা থেকে উদ্ধার করেছেন এক ৯০ বছরের বৃদ্ধকে ৷ যার নাম সুরেন্দ্র বশিষ্ঠ ! এই ৯০ বছরের সুরেন্দ্র বশিষ্ঠই হলেন কানপুর আইআইটি থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ৷