8 Years of Modi Government: "নমো অ্যাপে গিয়ে দেখুন আমার তরুণ বন্ধুরা": বিশেষ লিঙ্ক শেয়ার করলেন মোদি

Last Updated:

8 Years Of BJP Rule: ২০১৪ সালের ২৬ মে প্রথম প্রধানমন্ত্রীর পদে আসীন হন নরেন্দ্র মোদি। দ্বিতীয় মেয়াদে ফের ২০১৯ সালের ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

PM Narendra Modi
PM Narendra Modi
#নয়াদিল্লি: গত আট বছর ধরে জনগণের আশা-আকাঙ্খা পূরণই করেছে মোদি সরকার। নিজের ৮ বছরের শাসনামলকে এভাবেই দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সোমবার তিনি জানান, তাঁর সরকার সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণ সাধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ট্যুইটারে প্রধানমন্ত্রী মোদি ‘নমো’ অ্যাপের একটি বিভাগের একটি লিঙ্ক শেয়ার করেছেন। এই লিঙ্কে কুইজ বা শব্দ খোঁজার খেলা সহ নানা উদ্ভাবনী উপায়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের “আট বছরের পরিষেবা”র কথা প্রচার করা হচ্ছে।
“গত ৮ বছর জনগণের আকাঙ্ক্ষা পূরণই ছিল শেষ কথা। আমরা আমাদের সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের সাধনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নমো অ্যাপের বিকাশ যাত্রা বিভাগ আপনাকে এই উন্নয়ন যাত্রার মধ্য দিয়েই নিয়ে যাবে,” একটি ট্যুইটে বলেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
advertisement
“NaMo অ্যাপে একটি দুর্দান্ত বিভাগ রয়েছে যা কুইজ, শব্দ অনুসন্ধান, ছবি মেলানো এবং আরও অনেক উদ্ভাবনী উপায়ে #8YearsOfSeva-কে তুলে ধরছে। আমি আপনাদের সবাইকে, বিশেষ করে আমার তরুণ বন্ধুদের একবার এই লিঙ্কে গিয়ে দেখার জন্য অনুরোধ করব,” লিখেছেন নরেন্দ্র মোদি।
advertisement
২০১৪ সালের ২৬ মে প্রথম প্রধানমন্ত্রীর পদে আসীন হন নরেন্দ্র মোদি। দ্বিতীয় মেয়াদে ফের ২০১৯ সালের ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা বলেন “সেবা, সুশাসন এবং গরীব কল্যাণ” এই সরকারের মূল প্রাণবিন্দু।
advertisement
প্রধানমন্ত্রী মোদি তাঁর সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে সিমলায় ‘গরিব কল্যাণ সম্মেলনে’ অংশ নেবেন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন।
বাংলা খবর/ খবর/দেশ/
8 Years of Modi Government: "নমো অ্যাপে গিয়ে দেখুন আমার তরুণ বন্ধুরা": বিশেষ লিঙ্ক শেয়ার করলেন মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement