8 Years of Modi Government: "নমো অ্যাপে গিয়ে দেখুন আমার তরুণ বন্ধুরা": বিশেষ লিঙ্ক শেয়ার করলেন মোদি
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
8 Years Of BJP Rule: ২০১৪ সালের ২৬ মে প্রথম প্রধানমন্ত্রীর পদে আসীন হন নরেন্দ্র মোদি। দ্বিতীয় মেয়াদে ফের ২০১৯ সালের ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
#নয়াদিল্লি: গত আট বছর ধরে জনগণের আশা-আকাঙ্খা পূরণই করেছে মোদি সরকার। নিজের ৮ বছরের শাসনামলকে এভাবেই দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সোমবার তিনি জানান, তাঁর সরকার সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণ সাধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ট্যুইটারে প্রধানমন্ত্রী মোদি ‘নমো’ অ্যাপের একটি বিভাগের একটি লিঙ্ক শেয়ার করেছেন। এই লিঙ্কে কুইজ বা শব্দ খোঁজার খেলা সহ নানা উদ্ভাবনী উপায়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের “আট বছরের পরিষেবা”র কথা প্রচার করা হচ্ছে।
“গত ৮ বছর জনগণের আকাঙ্ক্ষা পূরণই ছিল শেষ কথা। আমরা আমাদের সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের সাধনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নমো অ্যাপের বিকাশ যাত্রা বিভাগ আপনাকে এই উন্নয়ন যাত্রার মধ্য দিয়েই নিয়ে যাবে,” একটি ট্যুইটে বলেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
advertisement
“NaMo অ্যাপে একটি দুর্দান্ত বিভাগ রয়েছে যা কুইজ, শব্দ অনুসন্ধান, ছবি মেলানো এবং আরও অনেক উদ্ভাবনী উপায়ে #8YearsOfSeva-কে তুলে ধরছে। আমি আপনাদের সবাইকে, বিশেষ করে আমার তরুণ বন্ধুদের একবার এই লিঙ্কে গিয়ে দেখার জন্য অনুরোধ করব,” লিখেছেন নরেন্দ্র মোদি।
The last 8 years have been about fulfilling peoples aspirations. We are committed to fulfilling our pursuit of Seva, Sushasan and Garib Kalyan. Vikas Yatra section on the NaMo App takes you through this development journey. #8YearsOfSeva https://t.co/83MahSpwr3
— Narendra Modi (@narendramodi) May 30, 2022
advertisement
২০১৪ সালের ২৬ মে প্রথম প্রধানমন্ত্রীর পদে আসীন হন নরেন্দ্র মোদি। দ্বিতীয় মেয়াদে ফের ২০১৯ সালের ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা বলেন “সেবা, সুশাসন এবং গরীব কল্যাণ” এই সরকারের মূল প্রাণবিন্দু।
advertisement
প্রধানমন্ত্রী মোদি তাঁর সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে সিমলায় ‘গরিব কল্যাণ সম্মেলনে’ অংশ নেবেন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2022 10:05 PM IST