আট জন জঙ্গি নিহত, দাবি প্যারিস পুলিশের

Last Updated:

শুক্রবার সন্ধ্যায় প্যারিসের বিভিন্ন জায়গায় হামলা চালায় এই জঙ্গি সংগঠন ৷ প্যারিস পুলিশের এক আধিকারিক জানান ৮ জন জঙ্গি আচমকা একাধিক জায়গায় হামলা করে ৷ এদের মধ্যে ৭ জন আত্মঘাতী বিস্ফোরণে আর এক জন পুলিশের গুলিতে মারা যায় ৷ এদের সঙ্গীদের খুঁজছে পুলিশ ৷ সারা শহরে কার্ফিউ জারি করা হয়েছে

#প্যারিস: আবার ভয়াবহ জঙ্গি হামলার শিকার হল প্যারিস ৷ ২৬/১১ মুম্বই হামলার আদলে করা এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে ISIS জঙ্গি সংগঠন ৷ মারা গিয়েছে কমপক্ষে ১৪০ জন মানুষ ৷ শুক্রবার সন্ধ্যায় প্যারিসের বিভিন্ন জায়গায় হামলা চালায় এই জঙ্গি সংগঠন ৷ প্যারিস পুলিশের এক আধিকারিক জানান, ৮ জন জঙ্গি আচমকা একাধিক জায়গায় হামলা করে ৷ এদের মধ্যে ৭ জন আত্মঘাতী বিস্ফোরণে আর একজন পুলিশের গুলিতে মারা যায় ৷ এদের সঙ্গীদের খুঁজছে পুলিশ ৷ সারা শহরে কার্ফিউ জারি করা হয়েছে ৷
জঙ্গিদের মধ্যে এক জন ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাসোয়াঁ হল্যান্ডকেই এই হামলার জন্য দায়ী করেছেন বলে জানান এক প্রত্যক্ষদর্শী ৷ সিরিয়ার যুদ্ধে ফ্রান্সের রাষ্ট্রপতির হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে এই হামলা, বলে দাবি করেছে ওই জঙ্গি গোষ্ঠী ৷ বিমানহানায় জিহাদি জন-এর মৃত্যু হওয়ার ঠিক একদিন পরে প্যারিসে এই হামলা চালায় ISIS ৷ সারা বিশ্ব এই হামলার কড়া নিন্দা করেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আট জন জঙ্গি নিহত, দাবি প্যারিস পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement