গান ধরলেন দোলা সেন, রাত নামলেও বিক্ষোভে সামিল সাসপেন্ড হওয়া ৮ সাংসদ

Last Updated:

যে আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেন৷

#নয়াদিল্লি: রাত নামলেও বিক্ষোভে ছেদ পড়ল না৷ রাজ্যসভায় সাসপেন্ড হওয়া আটজন সাংসদ সংসদ ভবনের বাইরে গান্ধি মূর্তির নীচে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন৷ রবিবার দু'চি কৃষি বিলের বিরোধিতা করতে গিয়ে সংসদের মর্যাদা লঙ্ঘনের অভিযোগে এই আট সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ এক সপ্তাহের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়৷
যে আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেন৷ এ ছাড়াও সাসপেন্ড হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রাজীব সতাব, রিপুন বোরা এবং সইদ নাসির হুসেন৷ পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে সিপিআইএম-এর সাংসদ কেকে রাগেশ, এলামারাম করিমও৷
'আমরা কৃষকদের জন্য লড়ে যাব'- এই প্ল্যাকার্ড হাতে নিয়ে গান্ধি মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাসপেন্ড হওয়া আট সাংসদ৷ বিরোধী দলের অন্যান্য বেশ কয়েকজন সাংসদও তাঁদের সমর্থনে সেখানে হাজির হন৷ রাজ্যসভায় বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ বলেন, 'রাজ্যসভায় ভোটাভুটি না করেই এই বিলগুলি পাশ করা হয়েছে৷ বিরোধী দলের সাংসদরা তারই প্রতিবাদ করেন৷ দোষ করল সরকার এবং প্রিসাইডিং অফিসার, আর শাস্তি পাচ্ছেন বিরোধী সাংসদরা৷' তৃণমূল সাংসদ অর্পিতা ঘোশ, শান্তনু সেনরাও বিক্ষোভে যোগ দেন৷
advertisement
advertisement
ধর্নায় বসেই এ দিন গান ধরেন তৃণমূল সাংসদ দোলা সেন৷ এ দিন সাসপেন্ড হওয়া সাংসদদের সমর্থনে ট্যুইট করেছেন তৃণমূলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ দুই কক্ষে বিরোধীদের আপত্তি উপেক্ষা করে পাশ হওয়া কৃষি বিলগুলিতে যাতে তিনি সই না করেন, তার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অনুরোধ করেছে ১৮টি বিরোধী দল৷ যদিও বিরোধীদের আপত্তি, কৃষকদের বিক্ষোভ, শরিক শিরোমণি অকালি দলের মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার পরও কৃষি বিল নিয়ে নিজেদের অবস্থানে অনড় মোদি সরকার৷
বাংলা খবর/ খবর/দেশ/
গান ধরলেন দোলা সেন, রাত নামলেও বিক্ষোভে সামিল সাসপেন্ড হওয়া ৮ সাংসদ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement