পাম্পোরে জঙ্গি হামলায় শহিদ ৮ জওয়ান জখম আরও ২৪

Last Updated:

ফের জঙ্গি আক্রমণের নিশানায় শ্রীনগর ৷ শনিবার পুলওয়ামার পাম্পোরে জঙ্গি হামলায় শহীদ হলেন আট জওয়ান ও জখম হয়েছেন আরও ২৪ জন জওয়ান ৷

#শ্রীনগর: ফের জঙ্গি আক্রমণের নিশানায় শ্রীনগর ৷ শনিবার পুলওয়ামার পাম্পোরে জঙ্গি হামলায় শহীদ হলেন আট জওয়ান ও জখম হয়েছেন আরও ২৪ জন জওয়ান ৷ তবে ভারতীয় সেনার পাল্টা হামলায় মারা গিয়েছে দুই জঙ্গি ৷ এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা ৷
ভারতীয় সেনা সূত্র খবর, এদিন বিকেলে ফায়ারিং রেঞ্জে অনুশীলন সেরে ফেরার পথে শ্রীনগর থেকে ১৪ কিমি দূরে পাম্পোরের ফিস্টবল এলাকায় আচমকাই CRPF জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা ৷
জঙ্গিদের চালানো অবিরাম গুলিতে নিহত হন আট আধাসামরিক জওয়ান এবং আহত হন বহু ৷ ঘটনার আকস্মিকতা সামলে উঠে পাল্টা আঘাত হানেন ভারতীয় জওয়ানরা ৷ জওয়ানদের পাল্টা আক্রমণে মারা যায় দুই জঙ্গি ৷
advertisement
advertisement
সিআরপিএফ কমান্ডান্ট রাজেশ যাদব সাংবাদিকদের জানান, এই হামলায় ৮ জন জওয়ানকে হারিয়েছে ভারতীয় সেনা ৷ আরও ২৪ জন জওয়ান আহত হয়েছেন ৷ সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷ আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনার খবর পেয়ে বাকি এলাকায় সতর্কতা জারি হয়েছে ৷
convoy
advertisement
সিআরপিএফের আইজি নলিন প্রভাত ঘটনাস্থলে এসে বলেন, জঙ্গিরা সম্ভবত পাকিস্তান থেকে এসেছিল ৷ এরা লস্করের সদস্য ৷ পরে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে ৷
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ট্যুইটের মাধ্যমে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন, ‘শহিদ জওয়ানদের আমার শ্রদ্ধা জানাই ৷ তাঁদের পরিবারের পাশে আছি ৷’
advertisement
এই নিয়ে একমাসের মধ্যে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের বাসকে দু’বার টার্গেট করল কোনও জঙ্গি সংগঠন ৷ গত ৩ জুন বিজবেহরায় এমনই একটি বিএসএফ জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা ৷ সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান দু’জন জওয়ান ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাম্পোরে জঙ্গি হামলায় শহিদ ৮ জওয়ান জখম আরও ২৪
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement