Bangladeshi Citizen: স্বামী, স্ত্রী আর ৬ সন্তান- সকলেই বাংলাদেশি! নষ্ট পুরনো সব নথি, দিল্লিতে যা ঘটল শিউরে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Bangladeshi Citizen: তদন্তে দিল্লি পুলিশ জানতে পারে পরিবারের কর্তা, জাহাঙ্গীর বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা।
নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লিতে বসবাসকারী ৮ অবৈধ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠাল দিল্লি পুলিশ। বসন্তকুঞ্জ সাউথ থানার অন্তর্গত রংপুরী এলাকায় অনুপ্রবেশকারী খতিয়ে দেখতে গিয়েই এই পরিবারের (স্বামী, স্ত্রী এবং তাঁদের ৬ সন্তান) সন্ধান পায় দিল্লি পুলিশ।
তদন্তে দিল্লি পুলিশ জানতে পারে পরিবারের কর্তা, জাহাঙ্গীর বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা। জঙ্গল আর ট্রেন পথে সে ভারতে এসে দিল্লিতে ঘাঁটি গাড়ে। পরে নিজের স্ত্রী এবং ৬ সন্তানকেও দিল্লিতে নিয়ে চলে আসে।
আরও পড়ুন: সর্বনাশ! বাংলাদেশের এয়ারপোর্টে এত অস্ত্র! কী হতে চলেছে? মাথায় হাত সকলের! যে কোনও মুহূর্তে…
advertisement
পুলিশের নজর এড়াতে বাংলাদেশের সব নথি নষ্ট করে ফেলেছিল ওই পরিবার। দিল্লি পুলিশের হাতে পাকড়াও হওয়ার পর এখন তাঁদের ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO)-এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরে দিল্লি জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2024 2:07 PM IST