ছত্তিশগড়ে সাতটি বন্দুক সহ ৬০ নকশালের আত্মসমর্পণ

Last Updated:

অনেকবার সরকারের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে যাঁরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে গিয়েছে, তাদের জীবনকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা সর্বত্র করেছে কিন্তু সাফল্য তখনই এসেছে যখন অপরাধীর বিবেক জাগ্রত হয়েছে ৷

#রায়পুর:  বৃহস্পতিবার ছত্তিশগড়ে অস্ত্র-সহ পুলিশের কাছে আত্মসমর্পণ করল ৬০ জন নকশাল ৷ এদের মধ্যে ৪০ জন পুরুষ ও ২০ জন মহিলা রয়েছেন ৷ তাদের কাছ থেকে ৭টি রাইফেল উদ্ধার করেছে পুলিশ ৷ জীবনের মূল স্রোতে ফিরতেই এই পদক্ষেপ ৷
advertisement
ছোটবেলা থেকেই দারিদ্র, অভাব, লাঞ্ছনা, গঞ্জনা, পরিহাস এই সব দেখেছে ৷ আর পাঁচ জনের মত জীবনটা সহজ সরল ছিলনা ৷ তাই বাধ্য হয়েই এই পথই বেছে নিয়েছিলেন তারা ৷ কিন্তু সব মোহ কাটতেই তাঁদের এই সিদ্ধান্ত ৷
advertisement
আস্তে আস্তে সমাজ থেকে বিচ্ছিন্ন হতেই তাঁরা বুঝতে পেরেছিলেন এই রাস্তায় সাময়িক স্বস্তি পেলেও নেই চিরন্তন আনন্দ, সুখ ও সুস্থিরতা ৷ তাই প্রত্যেকেই বেছে নিয়েছে আত্মসমপর্ণের পথ ৷ তাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে আলোয় ফিরে মানুষের মত জীবন যাপন করবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ছত্তিশগড়ে সাতটি বন্দুক সহ ৬০ নকশালের আত্মসমর্পণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement