তীব্র জলকষ্টে ভুগছে মধ্য়প্রদেশের টিকামগড় গ্রাম

Last Updated:

মধ্যপ্রদেশের টিকামগড় গ্রামের বাসিন্দারা বিগত ৩ বছর ধরে পানীয় জলসংকটে ভুগছেন ৷ জলকষ্টে বাসিন্দাদের, তীব্র হাহাকার শুরু হয়েছে ৷

#মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের টিকামগড় গ্রামের বাসিন্দারা বিগত ৩ বছর ধরে পানীয় জলসংকটে ভুগছেন ৷ জলকষ্টে বাসিন্দাদের তীব্র হাহাকার চলছে ৷ ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন ৷
প্রায় ৩ হাজার বসতিপূর্ণ গ্রামের গ্রামবাসীদের প্রতিদিন প্রায় ৫ কিলেমিটার দূরে গিয়ে প্রতিদিনের জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করতে যেতে হয় ৷ গ্রামর বেশির মানুষই কৃষি, শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ৷
advertisement
advertisement
জল সংক্রান্ত কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের আলো এই গ্রাম এখনও দেখেনি ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বহু বার জানিয়েও তাঁদের অভাব অভিযোগের সুরাহা হয়নি ৷
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন জীবন ধারণের জন্য জলের প্রয়োজন মেটাতে তাঁদের উত্তরপ্রদেশের সীমানা পর্যন্ত যেতে হয় ৷ এর ফলে তাদের সন্তানরা স্কুলে নিয়মিত যেতে পারেনা ৷ গৃহবধূদের ঝুঁকি নিয়ে গ্রামের জঙ্গল, বিস্তীর্ণ রাস্তা পার হয়ে প্রয়োজনীয় জল সংগ্রহ করতে যান ৷
advertisement
এলাকার বাসিন্দাদের দাবি স্থানীয় প্রশাসনকে বিগত তিন বছর ধরে বহুবার তাঁদের সমস্যার কথা অবগত করা হলেও সুফল মেলেনি ৷
এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ টিকামগড় গ্রামে ভাল স্কুল, সড়কপথ ও বিদ্যুতের মত জরুরি ও প্রাথমিক পরিষেবা থেকেও বঞ্চিত ৷
advertisement
তাঁদের আশা প্রাথমিক চাহিদা গুলো ঠিকাঠাক মিটলেই তাঁরা নিজের জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে পাবেন ৷ প্রতিনিয়তই তাঁদের বেঁচে থাকার লড়াই জীবনকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, সহনশীল মানুষে পরিণত করেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তীব্র জলকষ্টে ভুগছে মধ্য়প্রদেশের টিকামগড় গ্রাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement