#সোপিয়ান: অনন্তনাগের পর এবার সোপিয়ান । সাতসকালেই সেনা বনাম জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৬ জঙ্গি ।সোপিয়ানে সকাল থেকেই চলছে এনকাউন্টার।
#JammuAndKashmir: An encounter is underway between security forces & terrorists in Kapran Batagund area of Shopian district. 4 terrorists have been neutralised. (visuals deferred by unspecified time) pic.twitter.com/MvduHcF4BF
— ANI (@ANI) November 25, 2018
ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা । সোপিয়ানের কাপরান বাতাগাও এলাকায় সকাল থেকেই সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও ।
২০ নভেম্বর একটি এনকাউন্টারে মৃত্যু হয়েছিল চার জঙ্গির ও শহীদ হয়েছিল একজন জওয়ান। তারপর থেকেই দক্ষিণ কাশ্মীরের স্পর্শকাতর এলাকাগুলিতে একের পর এনকাউন্টার হয়েছে । চলতি সপ্তাহেই অনন্তনাগে সেনা-জঙ্গি এনকাউন্টারে মৃত্যু হয়েছিল ৬ জঙ্গির ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Encounter, Shopian, Terrorists Killed, এনকাউন্টার, সোপিয়ান