৬ কোটি মেম্বারদের জন্য সুখবর ! PF এর সুদের হার নিয়ে হতে পারে বড় সিদ্ধান্ত

Last Updated:
#নয়াদিল্লি:  সরকার প্রোভিডেন্ট ফান্ড সদস্যদের জন্য শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে ৷ এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হলে ৬ কোটি EPFO মেম্বাররা এর সুবিধা পাবেন ৷ আগামী বৃহস্পতিবার বৈঠক করবে CBT ৷ এই বৈঠকে সাবস্ক্রাইবারদের ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ মনে করা হচ্ছে ন্যূনতম পেনশন বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে ৷ বৈঠকে যদি এই বিষয়ে সকলে সহমত প্রকাশ করে তাহলে EPFO-র পেনশন স্কিমে প্রায় ৫০ লক্ষ সাবস্ক্রাইবার লাভবান হবেন ৷
ইকোনমিক্স টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, CBT-র এক সদস্য জানিয়েছেন বৃহস্পতিবার CBT-র বৈঠকের আগে FIAC (Fianace, investment and audit committee) এর বৈঠক হবে ৷ এই বৈঠকে ঠিক হয়ে যাবে পিএফ-এর সুদের হার কত হবে ৷ অনুমান করা হচ্ছে যে পিএফ-এর সুদে কোনও বদল করা হবে না ৷ সুদের হার ৮.৫৫ শতাংশই থাকবে ৷ EPFO সমস্ত সিদ্ধান্ত CBT-র মাধ্যমে নেওয়া হয়ে থাকে ৷ এই বৈঠকে সাধারণত সরকার, কর্মচারী ও শ্রম মন্ত্রালয়ের ট্রেড ইউনিয়ন উপস্থিত থাকে ৷
advertisement
এই মুহূর্তে পিএফ-এর সুদের হার ৮.৫৫% যা সমস্ত সরকারি স্মল সেভিং স্কিম থেকে বেশি ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
৬ কোটি মেম্বারদের জন্য সুখবর ! PF এর সুদের হার নিয়ে হতে পারে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement