#নয়াদিল্লি: ভারতে বড়সড় হামলার জন্য ফের বালাকোটে জড়ো হচ্ছে জঙ্গিরা৷ সোমবার এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত৷ পুলওয়ামা হামলার বদলায় বালাকোটে ভারতীয় বায়ুসেনা এয়ারস্ট্রাইক করে ঠিক ৭ মাস আগে৷
সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াতের কথায়, '৫০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে বালাকোটে৷ পাকিস্তান সম্প্রতি বালাকোটের জঙ্গিদের নুতন করে ঝাঁপানোর জন্য তৈরি করছে৷ কারণ, ভারতের হামলার পর বালাকোট প্রায় সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গিয়েছে৷ মানুষ ওই এলাকা ছেড়ে পালিয়েছিল৷ ওই অঞ্চল পুনরুজ্জীবিত করছে পাকিস্তান৷ পালিয়ে যাওয়ারা আবার ফিরছে বালাকোটে৷'
ইতিমধ্যেই পাকিস্তান ভারতের জন্য তাদের বিমানপথ বন্ধ করে দিয়েছে৷ কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করছে পাকিস্তান৷
আরও ভিডিও: ইউসুফের নেতৃত্বেই হয়েছিল পুলওয়ামার ছক, বালাকোট হামলার মূল লক্ষ্যও ছিল সে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balakot Air Strike