Extortion: 'মজা করছি না, সকাল ১০টার মধ্যে ৫০ লাখ টাকা চাই! নইলে..." হরিয়ানায় কাপড় ব্যবসায়ীর দোকানে কাগজে লেখা হুমকিতে শোরগোল

Last Updated:

ওই কাগজে একটি মোবাইল নম্বরও দেওয়া ছিল। পালিয়ে যাওয়ার আগে ওই যুবক চিৎকার করে বলেও যায়, "৫০ লক্ষ টাকা জোগাড় করে রাখবেন, এটাকে হালকা ভাবে নেবেন না।"

এই কাগজের টুকরো ঘিরেই ছড়িয়েছে শোরগোল।
এই কাগজের টুকরো ঘিরেই ছড়িয়েছে শোরগোল।
হিসার: এক অভিনব কায়দায় তোলাবাজির ঘটনা সামনে এল বুধবার রাতে হরিয়ানার হিসার জেলার হানসি এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা আটটার কাছাকাছি বাইক করে দুইজন রামায়ণ টোল প্লাজার গ্রিন ভ্যালি মার্কেটের কাছে আসে। সেই সময় একটি কাপড়ের দোকানে ঢুকে ৫০ লক্ষ টাকা দাবি করে ওই দুই জন। এই ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সময় ওই দোকানে উপস্থিত ছিলেন দোকানের কর্মীরাও।
সূত্রের খবর, এক যুবক কাপড় দেখার অছিলায় প্রথমে দোকানে ঢোকে। এরপরেই দোকান থেকে বেরোনোর আগে সে এক টুকরো কাগজ ছুড়ে দেয়। তারপরেই বাইকে করে বেরিয়ে যায় দুই যুবক। ওই কাগজেই লেখা ছিল, “গোলু ভীম নাগারিয়া- সকাল ১০টার মধ্যে ৫০ লক্ষ টাকা দিতে হবে। এটাকে একদমই মজা হিসাবে ভেবো না। নইলে আগামীকাল সকাল ১০টায় বুঝে যাবে”
advertisement
advertisement
ওই কাগজে একটি মোবাইল নম্বরও দেওয়া ছিল। পালিয়ে যাওয়ার আগে ওই যুবক চিৎকার করে বলেও যায়, “৫০ লক্ষ টাকা জোগাড় করে রাখবেন, এটাকে হালকা ভাবে নেবেন না।”
এই ঘটনার পরেই ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। এই প্রসঙ্গে সদর পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রমেশ কুমার জানান, গ্রিন ভ্যালি মার্কেটে এই অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে বলে মত তদন্তকারীদের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Extortion: 'মজা করছি না, সকাল ১০টার মধ্যে ৫০ লাখ টাকা চাই! নইলে..." হরিয়ানায় কাপড় ব্যবসায়ীর দোকানে কাগজে লেখা হুমকিতে শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement